কলকাতা: করোনার জেরে জেরবার সাধারণ জনতার জীবন৷ দীর্ঘ লকডাউনে কাজ হারিয়েছেন বহু মানুষ৷ কমেছে আয়৷ বাড়ছে ছাঁটাই আশঙ্কা৷ এবার রাজ্যের চাকরিপ্রার্থীদের সুখবর শুনিয়ে কর্মী নিয়োগ করছে কলকাতা পুরনিগম৷ বেশ কিছু শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে৷ চলছে আবেদন জমা নেওয়ার কাজ৷
পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যালিটি কমিশনারের মাধ্যমে ৮৫৮টি শূন্যপদে নিয়োগের জন্য ৩১ আগস্টের মধ্যে আবেদন জমা নেওয়ার কাজ শুরু হয়েছে৷ এই পদগুলির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস নির্দিষ্ট করা হয়েছে৷
মোট শূন্যপদ রয়েছে ৮৫৮টি৷ মজদুর পদে হবে নিয়োগ৷ শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম অষ্টম শ্রেণি পাস নির্দিষ্ট করা হয়েছে৷ শুধুমাত্র অনলাইনে করতে হবে আবেদন৷ ১ জানুয়ারি ২০২০ অনুযায়ী ১৮ বছর থেকে ৪০ বছর বয়স হতে হবে৷ সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন৷
প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে৷ ব্যক্তিত্ব পরীক্ষা হবে৷ পুরুষ ও নারী, উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন৷ অনলাইন আবেদনপত্রের সঙ্গে ২২০ টাকা ফি দিতে হবে৷ সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি দিতে হবে ৭০ টাকা৷ অনলাইনে পেমেন্ট করতে হবে৷ অনলাইন আবেদন করতে হবে WBMSC-এর নিজস্ব ওয়েবসাইট www.mscwb.org মাধ্যমে৷ অনলাইনের শেষ দিন ৩১ আগস্ট৷