কলকাতা: শিক্ষায় কলকাতা তথা বাংলাকে বহুবার গর্বিত করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। এবার চাকরির ক্ষেত্রেও অন্য রেকর্ড গড়ে ফেলেছে তারা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, চলতি বছর ক্যাম্পাস ইন্টারভিউ থেকে চাকরি পেয়েছে ৯৩ শতাংশের বেশি পড়ুয়া। গতবারের থেকে তা অন্তত ১০ শতাংশ বেশি। যদিও এবার বার্ষিক কোটি টাকা প্যাকেজের চাকরি আপাতত কেউ পাননি বলেই জানা গিয়েছে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত সর্বাধিক প্যাকেজ পেয়েছেন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের এক ছাত্র। তিনি সর্বাধিক ৮৫ লক্ষ টাকার বার্ষিক প্যাকেজের প্রস্তাব পেয়েছেন। অন্যদিকে, ৪৫ থেকে ৮০ লক্ষ টাকার বার্ষিক প্যাকেজে বিভিন্ন বিষয়ের ৩৫ জন চাকরি পেয়েছেন। এদিকে অর্থনীতির পড়ুয়াদের মধ্যে চাকরি পাওয়ার হারও এবার বেশি, ৮১ শতাংশ। সব মিলিয়ে এ বার যাদবপুর ক্যাম্পাস ইন্টারভিউয়ে চাকরি পাওয়ার হারে রেকর্ড হয়েছে। প্রসঙ্গত, কেন্দ্রের এনআইআরএফ তালিকায় বর্তমানে দেশের বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে চতুর্থ স্থানে আছে যাদবপুর।
আরও জানা গিয়েছে, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, তথ্যপ্রযুক্তি ছাড়াও মেকানিক্যাল এবং ইনস্ট্রুমেন্টশন ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়ারা ভীষণ ভালো প্রস্তাব পেয়েছেন ক্যাম্পাস ইন্টারভিউতে। দুই ক্ষেত্র মিলিয়ে ৯৫ থেকে ১০০ শতাংশ প্লেসমেন্ট হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয়, একাধিক বহুজাতিক সংস্থা এলেও দেশের মধ্যে চাকরি পাওয়ার হার বেশি।