কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে ২ হাজার অফিসার নিয়োগ, বেতন ১,৪২,৪০০টাকা

নয়াদিল্লি: নিয়োগ চলছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। স্বরাষ্ট্র মন্ত্রক ইন্টেলিজেন্স ব্যুরো অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসারের গ্রেড টু ও এক্সেকিউটিভ পদে নিয়োগ চলছে। এই পদে ২০০০ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে।

নয়াদিল্লি: নিয়োগ চলছে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। স্বরাষ্ট্র মন্ত্রক ইন্টেলিজেন্স ব্যুরো অ্যাসিস্ট্যান্ট সেন্ট্রাল ইন্টেলিজেন্স অফিসারের গ্রেড টু ও এক্সেকিউটিভ পদে নিয়োগ চলছে। এই পদে ২০০০ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে।

এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোন শাখায় গ্রাজুয়েট হলেই চলবে। তবে কম্পিউটারে জ্ঞান থাকলে অতিরিক্ত সুবিধা পাওয়া যাবে। প্রার্থীদের বয়স হতে হবে পরের বছর ৯ জানুয়ারির মধ্যে ১৮ থেকে ২৭ বছর। তপশিলি জাতির ক্ষেত্রে ৫ বছর, ওবিসিদের ৩ বছর ছাড়া পাওয়া যাবে। এছাড়া বিচ্ছিন্ন মহিলা এবং বিধবাদের ক্ষেত্রেও বয়সের ছাড় পাওয়া যাবে। বেতন ৪৪ হাজার ৯০০ টাকা থেকে ১ লক্ষ ৪২ হাজার ৪০০ টাকা পর্যন্ত। শূন্যপদের জন্য রয়েছে ২ হাজারটি। তার মধ্যে জেনারেলদের জন্য ৯৮৯, ওবিসিদের ৪১৭ এবং তপশিলি জাতির ৩৬০, তপশিলি উপজাতিদের ১২১ এবং ই.ডাব্লিউ.এসদের ক্ষেত্রে ১১৩টি পদ সংরক্ষিত রয়েছে। ভারতের যে কোনও জায়গায় পরীক্ষার সিট পড়ার সম্ভাবনা।

লিখিত পরীক্ষায় প্রার্থী বাছাই করা হবে দুটি পর্যায়ে। প্রথম পর্যায়ে থাকবে ১০০ নম্বরের পরীক্ষা। সেখানে অবজেক্টিভ মাল্টিপল চয়েস প্রশ্ন থাকবে। তার মধ্যে থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড, ইংরেজি ভাষা ও জেনারেল স্টাডিজ। নেগেটিভ মার্কিং থাকবে। একটি প্রশ্ন ভুল হলে এক নম্বর কাটা যাবে। পরীক্ষার দ্বিতীয় পর্যায় ৫০ নম্বরের পরীক্ষা হবে। এখানে থাকবে ডেসক্রিপটিভ টাইপের প্রশ্ন। এর বিষয় প্রবন্ধ লেখা (৩০ নম্বর) ইংরেজি কম্প্রিহেনশন ও প্রেসি (২০ নম্বর)। কলকাতা, শিলিগুড়ি, কল্যাণী, হুগলি, আসানসোল, আগরতলা, কটক, ভুবনেশ্বর, ধানবাদ, বোকারো, বালাসোর, রাউরকেল্লা, সম্বলপুর, আইজল, শিলং, রাচি, জামশেদপুর, শিলচর, পাটনা, তেজপুর, জোড়হাট, গুয়াহাটি ও ডিব্রুগড়ে পরীক্ষার কেন্দ্র হবে।

প্রথম পর্যায় পরীক্ষার ১০০ নম্বরের মধ্যে কাট অফ মার্কস জেনারেলদের ক্ষেত্রে ৩৫, ওবিসি ও ই.ডাব্লিউ.এস প্রার্থীদের ৩৪, তপশিলি প্রার্থীর ক্ষেত্রে ৩৩। প্রতি ক্ষেত্রেই নম্বর পেলে তবে দ্বিতীয় পর্যায় পরীক্ষার উত্তরপত্র দেখা হবে। প্রথম পত্রের খাতা দেখার পর ১০ জন প্রার্থীর নাম ধরে দ্বিতীয় পত্রের দেখা হবে। দ্বিতীয় পর্যায় ৫০-এর মধ্যে ১৭ পেতে হবে। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে থাকা দেখার পর ৫ গুণ প্রার্থীকে ইন্টারভিউ ডাকা হবে। ইন্টারভিউ সাইকোমেট্রিক বা অ্যাপটিটিউড টেস্ট থাকবে। কবে কোথায় ইন্টারভিউ হবে তা মেল করে জানিয়ে দেওয়া হবে।

এই পদে আবেদনের জন্য ১ জানুয়ারির মধ্যে অনলাইনে ফর্ম ফিলাপ করতে হবে। ওয়েবসাইট আবেদন করার জন্য একটি ই-মেল আইডি থাকতে হবে। এছাড়া লাগবে পাসপোর্ট সাইজের ছবি ও সই। www.mha.gov.in ও www.ncs.gov.in ওয়েবসাইটে গিয়ে সমস্ত ফিলাপ করে সাবমিট করলে আবেদনপত্র জমা পড়ে যাবে। পরীক্ষার ফি ১০০ টাকা। রিকুটমেন্ট প্রসেসিং চার্জ বাবদ ৫০০ টাকা দিতে হবে। অর্থাৎ মোট ৬০০ টাকা। ১২ জানুয়ারির মধ্যে ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে বা ব্যাংক ট্রান্সফারেরর মাধ্যনে টাকা জমা দেওয়া যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 16 =