বেকারত্বের অভিশাপ মেটাতে কমিশনে মরণ কামড় চাকরি-প্রার্থীদের

আজ বিকেল: নবম-দশম ও একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের দাবিতে বড়সড় আন্দোলনে নামছেন ওয়েটিং লিস্টে থাকা চাকরি-প্রার্থীদের একাংশ৷ কেনান, দীর্ঘ দিন ধরেই ঝুলে রয়েছে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ভবিষ্যৎ৷ দীর্ঘ বঞ্চনা ও অনিশ্চিত জীবনের অভিশাপ কাটাতে আন্দোলনের পথে নামছে ওয়েটিং লিস্টে থাকা চাকরি-প্রার্থীদের একাংশ৷ শুক্রবার একগুচ্ছ দাবির ভিত্তিতে আচার্য সদন ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছে৷ ঠিক কোন

বেকারত্বের অভিশাপ মেটাতে কমিশনে মরণ কামড় চাকরি-প্রার্থীদের

আজ বিকেল: নবম-দশম ও একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের দাবিতে বড়সড় আন্দোলনে নামছেন ওয়েটিং লিস্টে থাকা চাকরি-প্রার্থীদের একাংশ৷ কেনান, দীর্ঘ দিন ধরেই ঝুলে রয়েছে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের ভবিষ্যৎ৷ দীর্ঘ বঞ্চনা ও অনিশ্চিত জীবনের অভিশাপ কাটাতে আন্দোলনের পথে নামছে ওয়েটিং লিস্টে থাকা চাকরি-প্রার্থীদের একাংশ৷ শুক্রবার একগুচ্ছ দাবির ভিত্তিতে আচার্য সদন ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছে৷ ঠিক কোন কোন দাবির ভিত্তিতে এই আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে?

ইয়াং ইন্ডিয়া অধিকার মঞ্চের তরফে জানানো হয়েছে, নবম-দশমের বাংলা বিষয়ের দ্বিতীয় কাউন্সেলিং অন্যান্য বিষয়ের সঙ্গে করতে হবে৷ দিতে হবে অনস্পট নোটিশ৷ অবিলম্বে ধারাবাহিক ভাবে বাকি কাউন্সেলিংগুলি শেষ করাও দাবি জানানো হয়েছে৷ শূন্যপদ সমস্যা মিটিয়ে ৫ দিনের মধ্যে একাদশ-দ্বাদশের তৃতীয় কাউন্সেলিং করানো হোক৷ এবং ধারাবাহিক ভাবে বাকি কাউন্সেলিং শেষ করারও দাবি তোলা হয়েছে৷ প্রতি কাউন্সেলিং শেষে এলোকেটেড সিটগুলির ওয়ালআপ করা দাবি জানানো হয়েছে৷ যাতে পরবর্তী কাউন্সেলিংয়ের প্রার্থীরা নিজেদের অবস্থান সম্পর্কে সুনিশ্চিত হতে পারে৷

ননজয়েনিং সিটগুলির পরবর্তী কাউন্সেলিংয়ের সঙ্গে সংযুক্ত করা ও সমস্ত কাউন্সেলিংগুলি চলতি বছরের ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ করার দাবি জানানো হয়েছে৷ রিকলে রেকোমেন্ডেড প্রার্থীদের বিস্তারিত বিবরণ ওয়েবসাইটে দিতে দেওয়ার পাশাপাশি গেজেট অনুযায়ী সাবজেক্ট ক্যাটাগরি মেনে 1:1.4 নিয়মানুযায়ী অপেক্ষমান তালিকাভুক্তদের এম-প্যানেল ভুক্ত করতে ও রেজাল্টের ১৫ দিন আগের ভ্যাকান্সি আপটুডেট করার দাবিতে শুক্রবার আচার্য সদন ঘেরাও করার ডাক দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 15 =