সুখবর! স্বাস্থ্য দফতরে থাকছে চাকরির সুযোগ

সুখবর! স্বাস্থ্য দফতরে থাকছে চাকরির সুযোগ

কলকাতা: ফের সুখবর দিল রাজ্য সরকার। রাজ্যের স্বাস্থ্য ও পরিবহন দফতরের পক্ষ থেকে বিপুল পরিমাণ নিয়োগের কথা জানান হয়েছে। সম্প্রতি, মন্ত্রিসভার আলোচনার পরই এই কর্মসংস্থান বৃদ্ধির কথা ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, স্বাস্থ্য দফতরে মোট ১২ হাজার ৫৫১ জনকে নিয়োগ করা হবে। মূলত স্বাস্থ্য সংক্রান্ত কাজের সঙ্গেই যুক্ত থাকবেন তাঁরা। চুক্তির ভিত্তিতে কর্মীদের প্রকল্প ভিত্তিক কাজ দেওয়া হবে।

আরও পড়ুন- রাজ্যে বাড়ছে জেলার সংখ্যা!

একই সঙ্গে নিয়োগ করা হবে পরিবহন দফতরেও। রাজ্যের সীমান্তবর্তী ট্রাক টার্মিনালগুলোকে ইতিমধ্যে পরিবহণ দপ্তরের অধীনে আনা হয়েছে। সেখানে পার্কিং কর্মীর প্রয়োজন। সেই মর্মেই নিয়োগ করবে পরিবহন দপ্তর। সোমবার মন্ত্রিসভার সিদ্ধান্তের পর সাংবাদিকের মুখোমুখি হয়ে এই কথাগুলি জানান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। পাশাপাশি এদিন পরিবহণ মন্ত্রী আরও জানান, পুরসভা বা জেলা পরিষদের অধীনে নিযুক্ত যে সকল কর্মী রয়েছে তাঁদেরকেও এই পরিবহণ দপ্তরের আওতায় আনা হবে শীঘ্রই। একই সঙ্গে ২০২১ সালে রাজ্যে বজ্রপাতে মৃত্যু হয়েছে ২৬ জনের। যার মধ্যে ৯ জন মুর্শিদাবাদের, ২ জন বাঁকুড়া, ১১ জন হুগলির ও ৪ জন পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের। একের সকলের পরিবারের ১ জনকে চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘অন্যান্য বিষয়গুলির পাশাপাশি কর্মসংস্থানমুখী পদক্ষেপ নেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে। এই নিয়োগের ফলে শহর ও জেলা উভয় জায়গাতেই স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত হবে।’ স্বাস্থ্যদপ্তর ও পরিবহণের পাশাপাশি খাদ্যদপ্তরেও ৩৪২ জন চুক্তিভিত্তিক ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী ২০ এপ্রিল শুরু হুতে চলেছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, তাঁর ঠিক আগেই রাজ্যের এহেন সিদ্ধান্তে খুশি রাজ্যবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =