উচ্চমাধ্যমিক পাস হলেই সশস্ত্র সিমা বলে হেড কনস্টেবল পদে চাকরির সুযোগ

উচ্চমাধ্যমিক পাস হলেই সশস্ত্র সিমা বলে হেড কনস্টেবল পদে চাকরির সুযোগ

নয়াদিল্লি: কেন্দ্রীয় সরকারের স্বরাস্ট্র মন্ত্রকের অধীন সশস্ত্র সীমা বল ‘হেডকনস্টবল (মিনিস্ট্রিয়াল)’ পদে ১১৫ জন ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন ৷ যে কোন শাখায় উচ্চ-মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারবে ৷কম্পিউটারে ইংরাজি টাইপিংয়ে মিনিটে অন্তত ৩৫টি শব্দ তোলার গতি দরকার৷

বয়স হতে হবে ২২-৮-২০২১ এর হিসাবে ১৮ থেকে ২৫ এর মধ্যে ,তপশিলি ৫ বছর, ও.বি.সি ৩,সরকারি কর্মীরা ৫বছর, বিভাগীয় প্রাথীরা ৩৫বছর পর্যন্ত আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সের ছাড় পাবেন৷ শূন্যপদ -১১৫টি (জেনারেল ৪৭,ও.বি.সি.২৬,তপসিলি জাতি ২১,ত.উ.জাতি-১০, ই.ডব্ল.এস.১১)৷ শরীরের মাপ ছেলেদের লম্বায় ১৬৫ সেমি,(তপসিলি উপজাতি,অসম -সহ উওর-পূর্বাঞ্চলের প্রার্থীদের ১৬২.৫) সেমি,বুকের ছাতি না-ফুলিয়ে ৭৭ সেমি ওফুলিয়ে ৮২ সেমি আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন৷

তপসিলি উপজাতিরা ১ সেমি বুকের ছাতিতে ছাড় পাবেন৷ শরীরের মাপ মেয়েদের বেলায় লম্বায় ১৫৫ সেমি(তপসিলি,উপজাতি,আদিবাসী, অসম-সহ উওর-পূর্বাঞ্চলের প্রার্থীদের বেলায় ১৫০ সেমি ) আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ওজন ৷ দৃস্টিশক্তি দরকার দূরের বেলায় ৬/৬,৬/৯ ধনুকের মতো বাঁকা হাঁটু. পায়ের চ্যাটালো পাতা, শিরাস্ফীতি,ট্যারা দূস্টি,চোখে চশমা বা,বর্ণাদ্ধতা কিংবা শরীরের কোন ত্রুটি থাকলে আবেদন যোগ্য নন ৷মূল বেতন-২৫,৫০০-৮১১০০ টাকা৷

প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে যাবতীয় প্রমান পত্র পরীক্ষা করা হবে ৷ তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা, লিখিত পরীক্ষা, শর্টহ্যান্ড টেস্ট, টাইপিং টেস্ট,কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ ও ডাক্তারি পরীক্ষা হবে ৷দরখাস্ত করবেন অনলাইনে,২২শে আগস্টের মধ্যে ,এই ওয়েবসাইডে -www.ssbrectt.gov.in এজন্য বৈধ্য একটি ই-মেল আই.ডি থাকতে হবে৷ এছাড়াও পাশপোর্ট মাপের ফটো (৪-১২ কেবির মধ্যে) আর সিগনেচার (৪-১২কেবার মধ্যে)স্ক্যান করে নেবেন ৷ এবার ওপরে ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সার্বমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে৷ তারপর পরীক্ষার ফি বাবদ ১০০ (মহিলা, তপসিলি,প্রতিবন্ধীও সমরকর্মীদের ফী লাগবে না ) টাকা নেট ব্যাঙ্কিং,ডেবিট কার্ড,বা ক্রেডিট কার্ডে জমা দেবেন ৷টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপলিকেশন করে নেবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × three =