নয়াদিল্লি: ভারতীয় নৌসেনায় চাকরি করতে ইচ্ছুক? ২৫০০ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ভারতীয় নৌবাহিনী। এই নিয়োগ হবে আর্টিফাইজার অ্যাপ্রেন্টিস ও সিনিয়র সেকেন্ডারি রিক্রুট পদে। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের আগামী ২৫ অক্টোবরের মধ্যে অফিসিয়াল ওয়েবসাইটে আবেদন করতে বলা হয়েছে। অনলাইনে আবেদনের জন্য https://www.joinindiannavy.gov.in-এ সাইটে যেতে হবে৷
শূন্যপদ
২৫০০ কর্মী নিয়োগ করবে ভারতীয় নৌবাহিনী।
শূন্যপদের বিবরণ
আর্টিফাইজার অ্যাপ্রেন্টিস- ৫০০ জন
সিনিয়র সেকেন্ডারি রিক্রুট- ২০০০ জন
শিক্ষাগত যোগ্যতা
আর্টিফাইজার অ্যাপ্রেন্টিস পদে আবেদনের জন্য প্রার্থীকে দ্বাদশ শ্রেণিতে ৬০ শতাংশ বা তার বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হতে হবে। আর সিনিয়র সেকেন্ডারি রিক্রুটে আবেদনের জন্য প্রার্থীকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হওয়ার পাশাপাশি পাঠক্রমে ম্যাথেমেটিক্স ও ফিজিক্সের সঙ্গে বায়োলজি বা কম্পিউটার থাকা বাধ্যতামূলক।
বয়স
উক্ত পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের জন্ম তারিখ ২০০২ সালের পয়লা ফ্রেব্রুয়ারি থেকে ২০০৫ সালের ৩১ জানুয়ারির মধ্য়ে হতে হবে।
প্রার্থী বাছাই
ভারতীয় নৌ-বাহিনীর দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, অবিবাহিত পুরুষরাই এই পদে আবেদনের যোগ্য৷ ২০২২ সালেই এই ব্যাচের নিয়োগ শুরু হয়ে যাবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১০ হাজার আবেদনকারীকে দশম ও দ্বাদশ শ্রেণিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে বাছাই করা হবে। এরপর তাদের লিখিত পরীক্ষা হবে। এছাড়া শারীরিকভাবে ফিটনেসের পরীক্ষাও দিতে হবে। সব পরীক্ষায় উত্তীর্ণ হলে হবে মেডিক্যাল টেস্ট৷ মেডিক্যাল টেস্টে উত্তীর্ণ হলে পোস্টিং দেওয়া পাবেন প্রার্থীরা৷