পরীক্ষা ছাড়াই ভারতীয় সেনাবাহিনীতে চাকরির সুযোগ!

পরীক্ষা ছাড়াই ভারতীয় সেনাবাহিনীতে চাকরির সুযোগ!

নয়াদিল্লি: কোনও পরীক্ষা ছাড়াই ভারতীয় সেনাবাহিনীতে চাকরির সুযোগ! হ্যাঁ, সেনাবাহিনীর তরফে টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের আবেদনের কথা ঘোষণা করে একটি দারুণ সুযোগ নিয়ে হাজির হয়েছে৷ আবেদনকারীরা ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট হওয়ার পাশাপাশি অবিবাহিত হওয়াটা বাধ্যতামূলক৷ এই কোর্সে ভর্তি হলে, প্রথমে দেরাদুনের সেনা অ্যাকাডেমিতে প্রশিক্ষণ দেওয়া হবে৷ প্রশিক্ষণ চলাকালীন লেফটন্যান্স র্যাাঙ্কে শর্ট সার্ভিসে কমিশন করা হবে ৷ প্রশিক্ষণ শেষে মিলবে লেফটেন্যান্ট র্যা ঙ্কেরই স্থায়ী কমিশন৷ ৪৯ সপ্তাহের এই কোর্স করতে হলে আগামী ১৫ সেপ্টেম্বর ২০২১ তারিখের মধ্যে আবেদন করতে হবে৷ এর জন্য সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট https://joinindianarmy.nic.in গিয়ে আবেদন করতে হবে৷

বয়স
২০ বছর থেকে সর্বোচ্চ ২৭ বছর বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবেন ৷

যোগ্যতা
ইঞ্জিনিয়ারিংয়ে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে৷ তবে ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের ছাত্ররাও আবেদন করতে পারবেন ৷

খরচ
প্রশিক্ষণের সব খরচই বহন করবে সরকার৷ কিন্তু প্রশিক্ষণ চলাকলীন মাঝখানে ছেড়ে দিলে প্রতি সপ্তাহ হিসেবে ১২,৯০৮ টাকা করে দিতে হবে ৷

কোর্সের জন্য আসন
সিভিল/বিল্ডিং কনস্ট্রাকশন টেকনোলজি – ১০
কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং – ৮
ইলেকট্রিকাল – ৩
আইটি – ৩
মেক্যানিকাল – ৩
ইলেকট্রনিক্স এবং ইনস্ট্রুমেন্টস – ২
ইলেকট্রনিক্স এবং টেলিকমিউনিকেশন – ২
আর্কিটেকচার – ১
টেলিকমিউনিকেশন – ১
ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন -১
মাইক্রো ইলেকট্রনিক্স এবং মাইক্রোওয়েভ -১
ফাইবার অপটিকস – ১
প্রডাকশন – ১
এরোনটিক্যাল – ১
এভিঅনিক্স – ১
ইন্টাস্ট্রিয়াল/ ম্যানুফ্যাকচারিং – ১
ওয়ার্কশপ টেকনোলজি – ১

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + nine =