ইন্ডিয়ান অয়েলে চাকরির সুযোগ

ইন্ডিয়ান অয়েলে চাকরির সুযোগ

নয়াদিল্লি:  ট্রেড ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদে প্রায় ২ হাজার কর্মী নিয়োগের ঘোষণা করেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড৷ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশেনের রিফাইনারি ডিভিশনে নিয়োগ করা হবে৷ দেশের বিভিন্ন জায়গায় হবে এই নিয়োগ। অসমের গুয়াহাটি, ডিগবয়, বঙাইগাঁও, বিহারের বারাউনি, গুজরাতের বরোদা, বাংলার হলদিয়া, উত্তরপ্রদেশের মথুরা, হরিয়ানার পানিপথ, ওডিশার পারাদ্বীপে নিয়োগ করা হবে৷ যেকোনও জায়গায় আবেদন করতে পারবেন প্রার্থীরা। এই বিষয়ে বিস্তারিত জানতে প্রার্থীদের কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট https://iocl.com-এ দেখতে হবে৷ যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের থেকে ১২ নভেম্বরের মধ্যে আবেদনপত্র চাওয়া হয়েছে।
 

শূন্যপদ
১৯৬৮ জনকে নিয়োগ করবে কোম্পানি।

 

শূন্যপদের বিবরণ
ট্রেড অ্যাপ্রেন্টিস
ডেটা এন্ট্রি অপারেটর, অ্যাটেন্ড্যান্ট অপারেটর (কেমিক্যাল প্লান্ট), সেক্রেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট
অ্যাকাউন্ট্যান্ট, ফিটার (মেকানিক্যাল), বয়লাল (মেকানিক্যাল), 
টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস
মেকানিক্যাল, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন

 

শিক্ষাগত যোগ্যতা 
ট্রেড অ্যাপ্রেন্টিস পদে চাকরি পেতে নির্দিষ্ট পদে আইটিআই পাশের সার্টিফিকেট থাকতে হবে৷ পাশাপাশি নির্দিষ্ট টেকনিক্যাল অ্যাপ্রেন্টিস পদে আবেদনের জন্য সংশ্লিষ্ট ডিপ্লোমা বা ডিগ্রি থাকা বাধ্যতামূলক৷

 

বয়স 
প্রার্থীর বয়স ১৮-২৪ বছরের মধ্যে হতে হবে। তবে এসসি, এসটি ক্যাটাগরির প্রার্থীদের ৫ বছর ও ওসিবিদের ৩ বছরের ছাড় দেওয়া হয়েছে।

 

প্রার্থী বাছাই 
লিখিত পরীক্ষা দিতে হবে৷ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন পেপারে ২ ঘণ্টার পরীক্ষা দিতে হবে৷ সেই পরীক্ষার নম্বরের ভিত্তিতেই ইন্টারভিউয়ে ডাকা হবে৷ তারপরই হবে এই নিয়োগ। পরীক্ষার তারিখ ও ইন্টারভিউয়ের দিন সম্পর্কে অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 15 =