ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে চাকরির সুযোগ

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে চাকরির সুযোগ

নয়াদিল্লি: ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনের বেশ কয়েকটি শূন্যপদে চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে৷ অনলাইনে আবেদন করার শেষ তারিখ ৩০ অগস্ট ২০২১। নোটিফিকেশন অনুযায়ী  উত্তীর্ণদের দিল্লিতে নিয়োগ করা হবে।
 

শূন্যপদের বিবরণ
একটি সিনিয়র অ্যাপ্লিকেশন ডেভেলপার 
একটি ডেভেলপার 
একটি প্রোগ্রাম এক্সিকিউটিভ
একটি প্রজেক্ট অ্যানালিস্ট
একটি প্রজেক্ট একজিকিউটিভ (টেকনিক্যাল)
দু’টি সিনিয়র ডেভেলপার/ সিনিয়র ডেভেলপার অথবা প্রজেক্ট ম্যানেজার

 

শিক্ষাগত যোগ্যতা
যাঁদের বি টেক/ বি ই/ এমএসসি/ এমসিএ ডিগ্রিধারীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারেন। তবে আবেদনকারীদের কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷
সিনিয়র অ্যাপ্লিকেশন ডেভেলপার পদের জন্য আবেদনকারী প্রার্থীদের পাইথন ও জাভা জানা বাধ্যতামূলক।
প্রোগ্রাম একজিকিউটিভ পদের জন্য আবেদনকারী প্রার্থীদের বিজনেস ম্যানেজমেন্ট বা হিউম্যান রিসোর্সের কোনও ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
সিনিয়র ডেভেলপার/ সিনিয়র ডেভেলপার অথবা প্রজেক্ট ম্যানেজার পদের জন্য আবেদনকারী প্রার্থীদের কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়।
পাশাপাশি এখন রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের অধীনে চাকরিরত অথবা কোনও স্বশাসিত সংস্থায় চাকরিরত প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারেন। সেক্ষেত্রে প্রত্যেককে সংস্থার তরফে নো অবজেকশন সার্টিফিকেট জমা দিতে হবে।

 

আবেদন প্রক্রিয়া
আবেদন করার জন্য https://ora.digitalindiacorporation.in/ লিঙ্কে ক্লিক করতে হবে৷
আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা নোটিফিকেশন ভালো করে পড়ার জন্য https://dic.gov.in/images/career/Advt1608.pdf ক্লিক করতে পারেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five + seven =