মুম্বই: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বম্বের বিভিন্ন পদে নিয়োগের জন্য ইতিমধ্যে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা আইআইটি বম্বের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ২৭ অগস্ট পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারেন৷ এরপর আর আবেদনপত্র জমা নেওয়া হবে না৷ যদিও আইআইটি বম্বের তরফে জানানো হয়েছে, প্রত্যেকটি পদের নির্বাচন পর্ব আলাদা ভাবে হবে। আইআইটি বম্বের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে বিভিন্ন পদের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ভাবে জানানো হয়েছে।
শূন্যপদের বিবরণ:
টেকনিক্যাল সুপারিন্ডেন্ট, রেজিস্ট্রার, ডেপুটি রেজিস্ট্রার , অস্থায়ী টিজিটি হিন্দি, অস্থায়ী টিজিটি সায়েন্স, অস্থায়ী প্রাইমারি শিক্ষক, অস্থায়ী শিক্ষক মিউজিক সহ বিভিন্ন পদে নিয়োগ করছে আইআইটি বম্বে।
নিয়োগ প্রক্রিয়া:
টেকনিক্যাল সুপারিন্ডেন্টেন্ট পদে নিয়োগের ক্ষেত্রে লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট করে প্রার্থী নির্বাচন করা হবে। স্কিল টেস্টে উত্তীর্ণ পরীক্ষার্থীরাই এই পদের লিখিত পরীক্ষা দিতে পারবেন। টেকনিক্যাল সুপারিন্টেন্ডেন্ট পদে লিখিত পরীক্ষার নম্বর এবং পরে মেধা তালিকায় স্থান পাওয়ার ওপরে ভিত্তি করেই প্রার্থীদের নির্বাচিত করা হবে।
শিক্ষক পদের জন্য আগে স্ক্রিনিং টেস্ট দিতে হবে এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে লিখিত পরীক্ষায় বসার সুযোগ মিলবে৷ লিখিত পরীক্ষার নম্বর এবং পরে মেধা তালিকার স্থানের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। রেজিস্ট্রার পদের জন্য ডেপুটেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। ডেপুটি রেজিস্ট্রার পদে নিয়োগের ক্ষেত্রে ইন্টারভিউ নেওয়া হবে৷ প্রাথমিক তালিকায় স্থান পেতে প্রার্থীদের ধাপে ধাপে লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাশন, প্রিলিমিনারি ইন্টারভিউ দিতে হবে৷