পুলিশের বিভিন্ন পদে ১০ হাজারের বেশি নিয়োগ, সিদ্ধান্ত রাজ্য সরকারের

কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখরব আনল পশ্চিমবঙ্গ সরকার। পুলিশ বাহিনীতে নিয়োগ করা হবে ১০ হাজার ৩৭০ জন কর্মী। সম্প্রতি রাজ্য সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কনস্টেবল পদে নিয়োগ করা হবে ৯ হাজার ২০০-র বেশি। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। সভাপতির দায়িত্বে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তখনই এই নিয়োগের কথা ঘোষণা করেন তিনি।

 

কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য সুখরব আনল পশ্চিমবঙ্গ সরকার। পুলিশ বাহিনীতে নিয়োগ করা হবে ১০ হাজার ৩৭০ জন কর্মী। সম্প্রতি রাজ্য সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কনস্টেবল পদে নিয়োগ করা হবে ৯ হাজার ২০০-র বেশি। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠক ছিল। সভাপতির দায়িত্বে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তখনই এই নিয়োগের কথা ঘোষণা করেন তিনি।

পরে এ বিষয়ে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এমন অনেক পুলিশকর্মী রয়েছেন যাঁরা ১৫ বছর কাজ করছেন। তাঁদের মধ্যে অনেকেই নিজের জেলায় পোস্টিং চেয়ে আবেদন করেছেন। এই সংক্রান্ত মোট ৫০ হাজার আবেদন জমা পড়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে এর মধ্যেই ৩৫ হাজার পুলিশকে তাঁদের নিজেদের জেলায় বদলি করার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। 

এছাড়া রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখে ও সেই কথা মাথায় রেখে এদিনের বৈঠকে আরও কয়েকটি সিদ্ধান্ত রাজ্য সরকারের তরফে নেওয়া হয়েছে। তার মধ্যে অন্যতম হল নতুন সাব-ডিভিশন গঠন। রাজ্যে ১১টি নতুন সাব-ডিভিশন করার কথা সিদ্ধান্ত এদিন বৈঠকে নেওয়া হয়েছে। এই সাব-ডিভিশনগুলি হল ডালখোলা, ইটাহার, ফারাক্কা, হাবড়া, দেগঙ্গা, বাদুড়িয়া, বাগদা, হাসনাবাদ, সাগর, গোপীবল্লভপুর ও বেলপাহাড়ি। এগুলি ছাড়া তিনটি পুলিশ সার্কেল গঠনের সিদ্ধান্তও এদিন নেওয়া হয়েছে। সেগুলি হল পাথর প্রতিমা, নামথানা এবং সাগর।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *