কলকাতা: শিক্ষক নিয়োগে কেলেঙ্কারি আকাশ ছুঁয়েছে, তা আগেই রিপোর্টে জানিয়েছে ক্যাগ৷ এবার আয়ুর্বেদিক মেডিক্যাল অফিসার নিয়োগের চূড়ান্ত কেলেঙ্কারির অভিযোগ এল প্রকাশ্যে৷ প্রতিবন্ধী না হয়েও কোটায় চাকরির নামে কেলেঙ্কারির অভিযোগে প্রশ্নের মুখে রাজ্য স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগকারী সংস্থা ওয়েস্ট বেঙ্গল হেলথ রেক্রুটমেন্ট বোর্ড৷
অভিযোগ, প্রতিবন্ধী না হওয়া সত্ত্বেও সংরক্ষণের তালিকায় চাকরি পেয়েছেন এক যুবক৷ জুলাই মাসে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে৷ কিন্তু সেই মেধা তালিকায় উঠেছে গড়মিলের অভিযোগ৷ ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে গিয়েছে অভিযোগ৷ কোটায় চাকরি পাওয়ার অভিযোগ ইতিমধ্যেই ওয়েস্ট বেঙ্গল হেলথ রেক্রুটমেন্ট বোর্ডের কাছে জমা পড়েছে জানা গিয়েছে৷ আবেদনের সময় চাকরি প্রার্থী এমএ পাস না হলেও ইন্টারভিউ ও ভেরিফিকেশনের সময় সার্টিফিকেট দেখিয়েছেন৷ তবে প্রতিবন্ধী না হওয়া প্রার্থী প্রতিবন্ধী সংরক্ষণের মধ্যে মেধাতালিকায় ওই প্রার্থীর নাম উঠল কীভাবে? তাঁকে নিযুক্ত করা হল কীভাবে? এই নিয়ে উঠে প্রশ্ন৷
২০১৮ সালের ১০ ডিসেম্বর রাজ্য স্বাস্থ্য দপ্তর সিনিয়র আয়ুর্বেদিক মেডিক্যাল অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়৷ অভিযোগ, গত জুলাই মাসে প্রকাশিত মেধা তালিকায় দেখা গিয়েছে এমন প্রার্থী, যে নিজে প্রতিবন্ধী না হয়েও প্রতিবন্ধী কোটায় পেয়ে গিয়েছেন চাকরি৷ এই নিয়ে তুমুল ক্ষোভ জমেছে চাকরি প্রার্থীদের মধ্যে৷