কলকাতা: স্বাস্থ্য বিভাগে নিয়োগ করবে উত্তর ২৪ পরগনা জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি। ১৯২ জন স্টাফ নার্স ও মেডিক্যাল অফিসার নিয়োগ করা হবে। ন্যাশনাল আরবান হেলথ মিশন প্রকল্পের আওতায় পুরসভার আরবান প্রাইমারি হেলথ সেন্টার চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর CMOH/N24/PGS/NHM/2020/5593.
স্টাফ নার্স শূন্যপদে ১৭৬টি শূন্যপদে নিয়োগ করা হবে। জেনারেলদের ক্ষেত্রে ৯৮টি, তপশিলি জাতিদের ৩৯টি, তপশিলী উপজাতিদের ১১টি, ওবিসিদের ১৮টি এবং ওবিসিবিদের ১১টি নিয়োগ করা হবে। এর জন্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল শিক্ষা প্রতিষ্ঠান থেকে জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কোর্স করতে হবে। প্রার্থীদের বাংলা ভাষা জানা বাধ্যতামূলক। প্রার্থীদের নিয়োগের সময় বয়স হতে হবে ৬৪ বছরের মধ্যে। মাসিক বেতন ১৭ হাজার ২২০ টাকা।
মেডিক্যাল অফিসার ফুলটাইম এক্ষেত্রে শূন্য পদ রয়েছে ১৬টি। শিক্ষাগত যোগ্যতা হল মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে এমবিবিএস পাশ করতে হবে। এর পাশাপাশি এক বছরের ইন্টার্নশিপ থাকা বাধ্যতামূলক। এছাড়া ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল কাউন্সিল প্রার্থীর নাম নথিভুক্ত থাকতেই হবে। এক্ষেত্রে উচ্চতর যোগ্যতা গ্রহণযোগ্য হবে। ১-১-২০২০-র মধ্যে প্রার্থীর বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে। মাসিক বেতন ৪০ হাজার টাকা।
কী কী জমা দিতে হবে?
১. আবেদনপত্রের সঙ্গে ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো আবেদনপত্র নির্দিষ্ট জায়গায় আঠা দিয়ে আটকে তার উপর সই করে দিতে হবে।
২. ফি জমা দেওয়ার রশিদ জমা দিতে হবে আবেদনপত্রের সঙ্গে। এক্ষেত্রে ফি বাবদ ১০০ টাকা রাখা হয়েছে। তবে সংরক্ষিত ক্যাটেগরির জন্য ৫০ টাকা ধার্য করা হয়েছে। ক্যাশ ডিপোজিট, ডিমান্ড ড্রাফ্ট, এন ই এফ টি, আরটিজিএস-এর মাধ্যমে জমা দেওয়া যাবে ফি।
৩. বয়স এবং শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র ফটোকপি করে সেখানে নিজের সই করে তা জমা দিতে হবে।
৪. সচিত্র পরিচয় পত্র হিসেবে ভোটার কার্ড বা আধার কার্ডের ফটোকপি জমা দিতে হবে।
আবেদনপত্রের খামের উপরে যে পদের জন্য আবেদন করা হচ্ছে তার নাম লিখে দিতে হবে। ২২ ডিসেম্বরের মধ্যে রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্ট এর মাধ্যমে দরখাস্ত পৌঁছাতে হবে। ঠিকানা হল- Office of the Chief Medical Officer of Health, Banamalipore, Barasat Idstrict Hospital Campus, North 24 Parganas, Pin- 700124. প্রয়োজনীয় যাবতীয় তথ্য পাওয়া যাবে ওয়েবসাইটে।