কল্যাণী এইমসে চাকরি, একাধিক পদে নিয়োগ

কলকাতা: কল্যাণী এইমসs চলছে নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (নার্সিং), ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর, অ্যাসোসিয়েট প্রফেসর পদে নিয়োগ করা হবে। মোট ২২ জনকে নেবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (এইমস) কল্যাণী ক্যাম্পাস। প্রতিষ্ঠানের কলেজ অফ নার্সিং এই নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর KALYANI/RECT/FACULTY- NURSING/ 834 ।

কলকাতা: কল্যাণী এইমসs চলছে নিয়োগ। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (নার্সিং), ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর, অ্যাসোসিয়েট প্রফেসর পদে নিয়োগ করা হবে। মোট ২২ জনকে নেবে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স (এইমস) কল্যাণী ক্যাম্পাস। প্রতিষ্ঠানের কলেজ অফ নার্সিং এই নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর KALYANI/RECT/FACULTY- NURSING/ 834 ।

এই ২২ জনের মধ্যে টিউটর / ক্লিনিক্যাল ইনস্ট্রাকটর পদে ১৭ জনকে নিয়োগ করা হবে। লেকচারার ইন নার্সিং (অ্যাসিট্যান্ট প্রফেসর) পদে নিয়োগ হবে ৩ জন। অ্যাসোসিয়েট প্রফেসর (রিডার) পদে ২ জনকে নিয়োগ করা হবে। এর জন্য অনলাইনে দরখাস্ত করতে হবে। ওয়েবসাইটটি হল- www.aiimskalyani.edu.in । দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ ৪ জানুয়ারি। অনলাইনেই ফর্ম ফিল আপ করে সাবমিট করতে হবে। আর সেই ফিল আপ করা ফর্মের একটি কপি সাবমিটের পর প্রিন্ট আউট নিতে হবে।

সেই প্রিন্ট আউট ১৮ জানুয়ারির মধ্যে স্পিড পোস্ট বা ক্যুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। সঙ্গে পাঠাতে হবে প্রয়োজনীয় ডক্যুমেন্টের ফোটোকপি। The Administretive Officer, Recruitment Cell, All India Institute of Medical Science, Kalyani, NH-4 Connector, Basantpur, Saguna, Naida, West Bengal- 741245 এই ঠিকানায় পাঠাতে হবে আবেদনপত্র। প্রয়োজনীয় সমস্ত তথ্য উপরোক্ত ওয়েবসাইটেই পাওয়া যাবে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =