‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়ায় সরকারি কর্মীকে ‘বদলি’র নির্দেশ!

কলকাতা: নির্বাচন পর্বের শুরুতেই বাংলার রাজনীতিতে উঠে এসেছিল ‘জয় শ্রীরাম’ ধ্বনি৷ কিন্তু, নির্বাচন শেষ হয়ে গেলও বাংলার রাজনীতির ময়দান ছাড়তে নারাজ ‘জয় শ্রীরাম’ ধ্বনি৷ তৃণমূল-বিজেপির রাজনৈতিক অবস্থানে বাংলায় বুকে এখন ইস্যু হয়ে দাঁড়িয়েছে ধর্মীয় এই স্লোগান৷ এবার বেতন বৃদ্ধির আন্দোলনে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়ায় সরকারি কর্মচারীরে দূরে ‘বদলি’র নির্দেশ৷ গত শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট

568c4ff5b0f1e279335b39820e60af2b

‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়ায় সরকারি কর্মীকে ‘বদলি’র নির্দেশ!

কলকাতা: নির্বাচন পর্বের শুরুতেই বাংলার রাজনীতিতে উঠে এসেছিল ‘জয় শ্রীরাম’ ধ্বনি৷ কিন্তু, নির্বাচন শেষ হয়ে গেলও বাংলার রাজনীতির ময়দান ছাড়তে নারাজ ‘জয় শ্রীরাম’ ধ্বনি৷ তৃণমূল-বিজেপির রাজনৈতিক অবস্থানে বাংলায় বুকে এখন ইস্যু হয়ে দাঁড়িয়েছে ধর্মীয় এই স্লোগান৷ এবার বেতন বৃদ্ধির আন্দোলনে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দেওয়ায় সরকারি কর্মচারীরে দূরে ‘বদলি’র নির্দেশ৷

গত শুক্রবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে বেতন কমিশন চালুর দাবিতে বিক্ষোভ দেখান সরকারি কর্মচারী পরিষদ ও ওয়েষ্ট বেঙ্গল ইউনিভার্সিটিস কর্মচারী পরিষদের সদস্যরা৷ বিক্ষোভে অংশ নেন ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি ট্রেন্ড টিচার্স অ্যাসোসিয়েশনের সদস্যরাও৷ বিজেপিন্থী সরকারি কর্মচারী পরিষদ অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসে জয় শ্রীরাম ধ্বনি দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক কর্মীদের হরিণঘাটায় বদলি করা হয়েছে৷ রাজনৈতিক কারণেই এই বদলির অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষককে একটি ডেপুটেশ দেওয়া হয়েছে৷ কর্মীসংগঠনের সদস্যদের বদলির নির্দেশ বিবেচনা করে দেখা হবে বলে আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যাল কর্তৃপক্ষ৷ তবে, ঠিক কী করণে কর্ম বদলির নির্দেশ তা এখনও কর্তৃপক্ষের তরফে জানানো হয়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *