বাধ্যতামূলক হচ্ছে ৯ ঘণ্টার কাজ, বেতন ৮ ঘণ্টার! নয়া বিধি কেন্দ্রের

নয়াদিল্লি: সারাবিশ্বে কাজের সময় দিনে ৮ ঘণ্টা৷ কেন্দ্রীয় সরকার তা বাড়িয়ে ৯ ঘণ্টা করার প্রস্তাব পেশ করেছে৷ কেন্দ্রীয় সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক মজুরি সংক্রান্ত কোডের বিধিতে যে খসড়া পেশ করেছে, সেখানেই স্বাভাবিক শ্রম দিবস হিসাবে দিনে ৯ ঘণ্টা কাজের প্রস্তাব দেওয়া হয়েছে৷ আর ওই বিধিতে বলা হয়েছে, ৯ ঘণ্টার কাজে মজুরি নির্ধারিত হবে ৮

বাধ্যতামূলক হচ্ছে ৯ ঘণ্টার কাজ, বেতন ৮ ঘণ্টার! নয়া বিধি কেন্দ্রের

নয়াদিল্লি: সারাবিশ্বে কাজের সময় দিনে ৮ ঘণ্টা৷ কেন্দ্রীয় সরকার তা বাড়িয়ে ৯ ঘণ্টা করার প্রস্তাব পেশ করেছে৷ কেন্দ্রীয় সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক মজুরি সংক্রান্ত কোডের বিধিতে যে খসড়া পেশ করেছে, সেখানেই স্বাভাবিক শ্রম দিবস হিসাবে দিনে ৯ ঘণ্টা কাজের প্রস্তাব দেওয়া হয়েছে৷ আর ওই বিধিতে বলা হয়েছে, ৯ ঘণ্টার কাজে মজুরি নির্ধারিত হবে ৮ ঘণ্টার ভিত্তিতে৷

আপাতত যদিও তা খসড়া আকারে রয়েছে৷ জানা গিয়েছে, পহেলা নভেম্বর কেন্দ্রের শ্রম মন্ত্রক তা প্রকাশ্যে এনেছে৷ ওয়েবসাইটে দেওয়া হয়েছে সেই খসড়ার ভিত্তিতে এক মাসের মধ্যে মতামত দেওয়ার জন্য৷ কিন্তু কেন্দ্রের শ্রমনীতির অভিমুখ স্পষ্ট ওই খসড়ায়৷

একথা ঠিক যে, বাস্তবে দেশের শিল্প-বাণিজ্য ক্ষেত্রে উল্লেখযোগ্য অংশে আট ঘণ্টার বেশি কাজ করতে বাধ্য হচ্ছেন শ্রমিক-কর্মচারীরা৷ বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রে৷ কাজের সময়ের কোনও নির্দিষ্ট সীমা নেই৷ সংগঠিত ক্ষেত্রে অনেক ক্ষেত্রে ৯-১০ ঘণ্টা কাজ করতে বাধ্য করানো হয়৷ কিন্তু অস্থায়ী ঠিকা শ্রমিকদের কাজ ১২ থেকে ১৪ ঘণ্টা পর্যন্ত বাড়া যাচ্ছে৷ কোনও কোনও সংঘটিত ক্ষেত্রে বাড়তি সময়ের জন্য ওভারটাইম বা এই জাতীয় কিছু পারিশ্রমিক মেলে৷ কোথায় তা মেলে না৷ তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে সময় নির্ধারিত৷

কিন্তু সরকার নিজেই যদি থাকে স্বাভাবিক শ্রমদিবস হিসাবে ৯ ঘণ্টা খাটিয়ে ৮ ঘণ্টার টাকা দেওয়ার বার্তা দেয়, তাহলে শ্রমজীবী মানুষের দৈনিক কাজের বোঝা অনেকগুণ বেড়ে যাবে৷ অন্যদিকে, খসড়ায় বলা হয়েছে দৈনিক কাজের সময় ১২ ঘণ্টার বেশি হবে না৷ অর্থাৎ ১২ ঘণ্টা পর্যন্ত বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =