শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘট কি প্রাসঙ্গিক? জবাব দিল সোশ্যাল মিডিয়া

আজ বিকেল: শ্রমজীবী মানুষের ন্যূনতম মাসিক ছয় হাজার টাকা পেনশন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, সমকাজে সমবেতনের দাবিতে দেশজুড়ে ৪৮ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছিল ১৮টি শ্রমিক সংগঠন৷ বনধের সমর্থন করেছে অল ইন্ডিয়া কিষাণ সভা, আদিবাসী অধিকার রক্ষা মঞ্চ, ভূমি অধিকার আন্দোলন ও আরো অনেকেই৷ শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে দু’দিনের ধর্মঘটকে সমর্থ জানান এসএসসি চাকরিপ্রার্থীরাও৷ কিন্তু, দু’দিনের বনধ

শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘট কি প্রাসঙ্গিক? জবাব দিল সোশ্যাল মিডিয়া

আজ বিকেল: শ্রমজীবী মানুষের ন্যূনতম মাসিক ছয় হাজার টাকা পেনশন, শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠা, সমকাজে সমবেতনের দাবিতে দেশজুড়ে ৪৮ ঘণ্টা ধর্মঘটের ডাক দিয়েছিল ১৮টি শ্রমিক সংগঠন৷ বনধের সমর্থন করেছে অল ইন্ডিয়া কিষাণ সভা, আদিবাসী অধিকার রক্ষা মঞ্চ, ভূমি অধিকার আন্দোলন ও আরো অনেকেই৷ শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে দু’দিনের ধর্মঘটকে সমর্থ জানান এসএসসি চাকরিপ্রার্থীরাও৷ কিন্তু, দু’দিনের বনধ ব্যর্থ না সফল এই নিয়ে বিতর্ক চললেও কতটা প্রাসঙ্গিক এই বনধ কর্মসূচি?

শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘট কি প্রাসঙ্গিক? জবাব দিল সোশ্যাল মিডিয়াসোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সংবাদমাধ্যম ও চাকরিপ্রার্থীদের তরফেও বনধের প্রাসঙ্গিকতা নিয়ে গণভোটের আয়োজন করা হয়৷ সেখানেই বেশ কিছু প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে৷ এই প্রসঙ্গে চাকরিপ্রার্থী অতনু ঘোষ লেখেন, ‘দিকে দিকে কলকারখানা বন্ধ৷ এই অবস্থায় ৪৮ ঘণ্টার বনধ কতটা প্রাসঙ্গিক?’’ এই প্রশ্নের বিকল্প উত্তর ছিল, ‘বনধের প্রাসঙ্গিকতা আছে’ ও ‘বনধের প্রাসঙ্গিকতা নেই৷’ সোশ্যাল মিডিয়া গণভোটে দেখা গিয়েছে ছ’ঘণ্টায় বনধের পক্ষে ভোট পড়েছে ৩০৪টি ভোট৷ বনধের বিরুদ্ধে মাত্র ৩৭টি ভোট৷



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

অন্যদিকে, বাংলার একটি জনপ্রিয় সংবাদমাধ্যম ‘জি ২৪ ঘণ্টা’র তরফেও জানতে চাওয়া হয়, ‘বামেদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘট কী প্রাসঙ্গিক?’ সেখানেও জয়ী বনধ৷ ২১ হাজার ৩৮৮টি ভোটের মধ্যে ৭০ শতাংশ ‘হ্যাঁ’ অর্থাৎ বনধের পক্ষে সওয়াল করেন৷ না বলছেন মাত্র ৩০ শতাংশ৷ আজ বিকেল ডট কমের তরফেও জনমত জানতে চাওয়া হয়৷ সেখানে বনধের বিরুদ্ধেই মত প্রকাশ করেন বেশিরভাগ পাঠক৷ তবে, ৪৮ ঘণ্টার বনধ সফল না ব্যর্থতা, তার উত্তর খুঁজতে গিয়ে, একটা বিষয় খুবই স্পষ্ট, এই মুহূর্তে দেশের শ্রমজীবী মানুষরা যদি সুখে থাকতেন, তাহলে কি দেশজুড়ে বনধের কি কোনও প্রভাব পড়ত?

var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”47″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_4720181112034953″);
document.getElementById(“div_4720181112034953”).appendChild(scpt);

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 5 =