কলকাতা: প্রেস ক্লাব সংলগ্ন ময়দান এলাকায় ১৪৪ ধারা অব্যাহত রাখল লালবাজার। চলতি মাসে ১৪৪ ধারার মেয়াদ শেষ হওয়ার মুখে নতুন করে এই ধারা জারি করেছেন বিদায়ী পুলিস কমিশনার ডাঃ রাজেশ কুমার। ২৩ মে লোকসভা ভোটের ফল প্রকাশের দিন তিনি পদাধিকারবলে ১৪৪ ধারা জারি করেছেন বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে।
প্রেস ক্লাবের সামনে মূলত চাকরি প্রার্থীদের অনশন, ধর্না, অবস্থান, বিক্ষোভ, মিছিল- মিটিং ঠেকাতেই কলকাতা পুলিসের এমন পদক্ষেপ বলে মনে করছেন এরাজ্যের মানবাধিকার কর্মীরা। উল্লেখ্য, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি প্রেস ক্লাবের সামনে আচমকাই অনশনে বসেন ২০১৬ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ওয়েটিং লিস্টে নাম থাকা প্রায় শ’চারেক চাকরিপ্রার্থী। এতে লোকসভা ভোটের মুখে বিব্রত হতে হয় প্রশাসনকে। শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে ২৯ দিন পরে অনশন তুলে নেন আন্দোলনকারীরা। এরপর একই কায়দায় মাদ্রাসার ছাত্ররাও অনশনে বসেন৷