কলকাতা: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন৷ এখনও পর্যন্ত প্রায় হাজার দশেক অভিযোগ জমা পড়েছে এসএসসির দপ্তরে৷ কিন্তু, পাহাড়প্রমাণ এই অভিযোগ কেন উঠছে কমিশনের বিরুদ্ধে? অভিযোগের সারবত্তা খতিয়ে দেখে মেধাতালিকা কি সংশোধন করা হতে পারে? এই সংক্রান্ত চাকরিপ্রার্থীদের অন্তত ছয়টি প্রশ্নের জবাব দিলেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার৷
আজ বিকেল ডট কমকে মেধা তালিকা সংশোধনের বিষয়ে এসএসসির চেয়ারম্যানকে প্রশ্ন করা হয়েছিল, শোনা যাচ্ছে মেধাতালিকা সংশোধন করা হতে পারে৷ এটা কী আদৌও সম্ভব? এবিষয়ে কী ভাবছে কমিশন? জবাবে এসএসসির চেয়ারম্যান জানিয়েছেন, ‘‘আগে আমরা অভিযোগগুলি খতিয়ে দেখি৷ সেখানে যদি দেখা যায়, তেমন কিছু আছে, তখন দেখা যাবে৷ এখন আমি এ বিষয়ে কিছু বলতে পারছি না৷ এখন এই নিয়ে কোনও মন্তব্য করতে পারব না৷’’
আরও পড়ুন: কর্মসংস্থানের লক্ষ্যে বড় পদক্ষেপ নবান্নের, তুঙ্গে প্রস্তুতি
এসএসসির চেয়ারম্যানকে দ্বিতীয় প্রশ্ন করা হয়েছিল আজ বিকেল ডট কমের তরফে৷ জানতে চাওয়া হয়, কতগুলি অভিযোগ জমা পড়েছে? তার মধ্যে কতগুলির সারবত্তা আছে? ভুয়ো অভিযোগ নিয়ে কী ভাবছে কমিশন? জবাবে চেয়ারম্যান জানান, ‘‘কেউ যদি কোনও ভুয়া অভিযোগ করে থাকেন, সেই নিয়ে আমরা কিছু বলতে পারি না৷ আমরা এর উত্তর যেখানে দেওয়ার সেখানে দেব৷ আদালত তাদের সুযোগ দিয়েছে৷ করেছে৷ এই নিয়ে আমি কিছু বলতে পারব না৷ এই নিয়ে মন্তব্য না করাই ভালো৷’’
তৃতীয় প্রশ্ন ছিল, কমিশন কোন কোন অভিযোগকে প্রাধান্য দিচ্ছে? জবাবে সৌমিত্রবাবু বলেন, ‘‘না৷ এখন গোটা বিষয়টি দেখি৷ তারপর যা বলার বলব৷ এখন এই নিয়ে আপাতত কিছু বলছি না৷’’ চতুর্থ প্রশ্ন, মেধাতালিকা সংশোধনের ক্ষেত্রে আদালতের অনুমতি প্রয়োজন হবে? নাকি সংশোধিত তালিকা কমিশন আদালতে পেশ করবে? জাবাবে কমিশন প্রধান জানান, ‘‘হ্যাঁ, সবটাই হবে আদালতে নির্দেশ মেনে৷ আদালতে আমরা নিশ্চয় বিষয়টি বিস্তারিত জানাব৷ কারণ আদালতকে তো জানাতেই হবে৷ সমস্ত নিয়ম মেনেই সমস্ত কাজ করা হবে৷ আদালতকে সম্মান জানিয়েই করা হবে৷’’
আরও পড়ুন: রাজ্য সরকারি কর্মী ও শিক্ষকদের জন্য সুখবর, নয়া বিজ্ঞপ্তি নবান্নের
এক্ষেত্রে কোনও প্রার্থীর নাম বাদ যেতে পারে কি? বা নতুন যোগ হতে পারে? পঞ্চম প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘‘না৷ এই নিয়ে এখন কোনও মন্তব্য না করাই ভালো৷ এখন এই বিষয়ে কিছু বলছি না৷ এখন আমরা অভিযোগগুলি খতিয়ে দেখি৷ তারপর যা বলার বলব৷ এখন এই নিয়ে কিছু বলব না৷’’
শেষ প্রশ্ন ছিল, অনেকে ইন্টারভিউ দেওয়া সত্বেও মেধাতালিকায় স্থান পাননি৷ তাঁদের ক্ষেত্রে কমিশন কি ভাবছে? ‘‘যারা স্থান পাননি, তাঁরা নিশ্চয় অভিযোগ জানিয়েছেন৷ তাঁদের অভিযোগগুলি খতিয়ে না দেখে আমি এখনই কিছু বলতে পারব না৷ আগে তাঁদের অভিযোগগুলি খতিয়ে দেখি৷ এই বিষয়ে এখন আমি কিছু মন্তব্য করছি না৷’’ সাফ জানালেন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সৌমিত্র সরকার৷