নিয়োগে অনিয়ম, বাতিল পরীক্ষায় চার্জশিট সিআইডির

কলকাতা: প্রায় ১২ বছর আগে কৃষি দপ্তরে ক্লার্ক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ৷ ফল প্রকাশের পরও বাতিল পরীক্ষা৷ নিয়োগ পরীক্ষা বাতিল হওয়ায় সফল পরীক্ষার্থীরা দায়ের করেছিলেন মামলা৷ দীর্ঘ আইনি লড়াইয়ের পর চাকরিতে যোগ দেন বেশ কয়েকজন পরীক্ষার্থী৷ কিন্তু, ১২ বছর আগে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে ফের মামলা গড়াচ্ছে আদালতে৷ জানা গিয়েছে, কৃষি দপ্তরের ৪ জন

imagesmissing

কলকাতা: প্রায় ১২ বছর আগে কৃষি দপ্তরে ক্লার্ক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ৷ ফল প্রকাশের পরও বাতিল পরীক্ষা৷ নিয়োগ পরীক্ষা বাতিল হওয়ায় সফল পরীক্ষার্থীরা দায়ের করেছিলেন মামলা৷ দীর্ঘ আইনি লড়াইয়ের পর চাকরিতে যোগ দেন বেশ কয়েকজন পরীক্ষার্থী৷ কিন্তু, ১২ বছর আগে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে ফের মামলা গড়াচ্ছে আদালতে৷

জানা গিয়েছে, কৃষি দপ্তরের ৪ জন আধিকারিকের বিরুদ্ধে পরীক্ষায় অনিয়মে জড়িত থাকার অভিযোগ পেয়েছে সিআইডি৷ আর সেই সুবাদে দায়ের হয়েছে এফআইআর৷ সম্প্রতি, ব্যাঙ্কশাল আদালতে বিশেষ আদালতে চার্জশিট পেশ করেছে সিআইডি৷ জানা গিয়েছে, চার্জশিট পেশের পর এবার মামলার বিচার পর্ব শুরু হতে চলেছে চলতি মাসে৷

অভিযোগ, ২০০৭ সালে কৃষি দপ্তর পিএসসির মাধ্যমে ৩০০ শূন্যপদে ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে৷ ওই বছর ডিসেম্বরে পরীক্ষা নেওয়া হয়৷ পরীক্ষা নেওয়ার মাত্র ২০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়৷ সফল পরীক্ষার্থীদের নামের প্যানেল প্রকাশ হওয়ার পর অনিময়ের অভিযোগ ওঠে৷ নিয়োগে অনিয়মের অভিযোগ ওঠায় শেষ পর্যন্ত পরীক্ষা বাতিল করে দেওয়া হয়৷ পরীক্ষা বাতিল হতেই আইনি লড়াই শুরু করেন সফল চাকরিপ্রার্থীরা৷ স্যাট যায় মামলা৷ মামলা গড়ায় হাইকোর্টে৷ তারপর সুপ্রিম কোর্টে৷ সফল পরীক্ষার্থীদের চাকরি দেওয়ার নির্দেশ জারি করে সুপ্রিম কোর্ট৷ এরপরই বাংলার রাজনীতিতে পরিবর্তন ঘটে৷

সরকার দখল করে তৃণমূল৷ সুপ্রিম কোর্টের নির্দেশের পরও দীর্ঘ টালবাহানা পর সফল পরীক্ষার্থীদের চাকরি দেওয়া হয়৷ কাজে যোগ দেন সফল প্রার্থীরা৷ এরপর সিআইডি কৃষি দপ্তরের নিয়োগ পরীক্ষার তদন্তে নামে৷ সেই তদন্তে নেমে কৃষি দুপ্তরের বেশ কয়েকজন আধিকারিকের বিরুদ্ধে প্রথমে এফআইআর ও পরে চার্জশিট দাখিল করে৷ এবার সেই মর্মে শুরু হতে চলেছে বিচারপর্ব৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *