শিক্ষক নিয়োগে অনিয়ম, ড্যামেজ কন্ট্রোলে শিক্ষামন্ত্রী!

কলকাতা: উচ্চ প্রাথমিকে মেধা তালিকা প্রকাশ হতেই অনিয়মের অভিযোগ তুলে স্কুল সার্ভিস কমিশনে জমা পড়েছে প্রায় দেড় হাজার অভিযোগ৷ প্রশ্নের মুখে নিয়োগ স্বচ্ছতা৷ শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ ওঠায় বিপাকে শাসক তৃণমূল৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দ্রুত ড্যামেজ কন্ট্রোলে নামলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ সূত্রের খবর, চলতি সপ্তাহে উচ্চ প্রাথমিকে মেধা তালিকা নিয়ে অসন্তোষের পরিপ্রেক্ষিতে উচ্চ পর্যায়ের

e58567640dda8c2f8e4c7bdc9d1b2e58

শিক্ষক নিয়োগে অনিয়ম, ড্যামেজ কন্ট্রোলে শিক্ষামন্ত্রী!

কলকাতা: উচ্চ প্রাথমিকে মেধা তালিকা প্রকাশ হতেই অনিয়মের অভিযোগ তুলে স্কুল সার্ভিস কমিশনে জমা পড়েছে প্রায় দেড় হাজার অভিযোগ৷ প্রশ্নের মুখে নিয়োগ স্বচ্ছতা৷ শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ ওঠায় বিপাকে শাসক তৃণমূল৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দ্রুত ড্যামেজ কন্ট্রোলে নামলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷

সূত্রের খবর, চলতি সপ্তাহে উচ্চ প্রাথমিকে মেধা তালিকা নিয়ে অসন্তোষের পরিপ্রেক্ষিতে উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন শিক্ষামন্ত্রী৷ স্কুল শিক্ষা সচিব-সহ এসএসসির আধিকারিকদের ডেকে করা হয় বৈঠক৷ সূত্রের খবর, ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, উচ্চ প্রাথমিকে মামলা সংক্রান্ত চাকরিপ্রার্থীদের অভিযোগ খতিয়ে দেখে আদালতে সম্ভব্য সমস্ত প্রশ্নের উত্তর প্রস্তুত রাখতে করা হয়েছে৷ যত দ্রুত সম্ভব অভিযোগের নিষ্পত্তি ও মেধাতালিকায় যেতে কোনও ভুল না থাকে, তা অবিলম্বে সংশোধনের বার্তা দিয়েছেন শিক্ষামন্ত্রী৷

মেধাতালিকা প্রকাশ হতেই কমিশনের দপ্তরে ইতিমধ্যেই প্রায় দেড় হাজারের বেশি অভিযোগ জমা পড়ে গিয়েছে৷ স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরিপ্রেক্ষিতে অভিযোগের পাহাড়ে খুন্ন হচ্ছে রাজ্য সরকারের ভাবমূর্তি৷ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রীর বৈঠকে ভুল সংশোধনের নির্দেশ ঘিরে শুরু হয়েছে নয়া চর্চা৷ তবে, মেধাতালিকা সংশোধনের করার বার্তার মধ্য দিয়ে কি শিক্ষামন্ত্রীকে মেনে নিলেন উচ্চ প্রাথমিকে তালিকায় অনিয়ম হয়েছে? আর যদি তা হয়ে থাকে তাহলে কেন এমন ঘটনা ঘটল? প্রশ্ন তুলছেন চাকরিপ্রার্থীদের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *