অবসরের আগে সরকারি কর্মচারীদের অপশন ফরম দাখিলের নির্দেশ

কলকাতা: যে সমস্ত রাজ্যসরকারি কর্মীদের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে বা অবসর গ্রহণ করবেন, চলতি বছরেই তাঁদের অনলাইন ও অফলাইনে অপশন ফরম জমা করার বিষয়ে একটি নির্দেশিকা জারি করল রাজ্য অর্থ দপ্তর৷ নির্দেশিকার উল্লেখযোগ্য বিষয়গুলি হল- যে সমস্ত রাজ্য সরকারি কর্মীদের অর্থ দপ্তরের পরিচয়পত্র আছে, তাদের অবসর গ্রহণের পর পরবর্তীকালে সময়মতো নির্দিষ্ট পে ফিক্সেশনের সুবিধা দিতে,

অবসরের আগে সরকারি কর্মচারীদের অপশন ফরম দাখিলের নির্দেশ

কলকাতা: যে সমস্ত রাজ্যসরকারি কর্মীদের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে বা অবসর গ্রহণ করবেন, চলতি বছরেই তাঁদের অনলাইন ও অফলাইনে অপশন ফরম জমা করার বিষয়ে একটি নির্দেশিকা জারি করল রাজ্য অর্থ দপ্তর৷

নির্দেশিকার উল্লেখযোগ্য বিষয়গুলি হল- যে সমস্ত রাজ্য সরকারি কর্মীদের অর্থ দপ্তরের পরিচয়পত্র আছে, তাদের অবসর গ্রহণের পর পরবর্তীকালে সময়মতো নির্দিষ্ট পে ফিক্সেশনের সুবিধা দিতে, ২৪/১২/২০১৯ এর মধ্যে, ২০১৯-এর বিধি অনুসারে পুনর্বিন্যস্ত বেতন ও ভাতার নির্দিষ্ট অপশন ফর্ম জমা করার নির্দেশ দিয়েছে অর্থ দপ্তর৷ নোটিফিকেশন নং ৫৫৬২-এফ,২৫ সেপ্টেম্বর,২০১৯-এর সিডিউল ফোর এর পে ফিক্সেশনের অপশন ফর্ম অর্থ দপ্তরের পোর্টালে কর্মচারীদের জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে জমা করতে হবে৷

কর্মচারীদের প্রধান কার্যালযয়ের সংশ্লিষ্ট দপ্তরে এই ফরম যাচাই করণের পর স্বয়ংক্রিয় ভাবেই সেই বেতনের অপশন রোপা ২০১৯-এর নিয়মেই কার্যকর হবে৷ অনলাইনে অপশন ফর্ম জমা করার পর কোন ম্যানুয়াল ফর্ম (কাগজের ফর্ম) অফিসে জমা করা যাবে না৷ ম্যানুয়ালি অপশন ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রেও সময়সীমা একই থাকবে৷ এক্ষেত্রে হেড অফিসের অপারেটরকে ওই ফরম অনলাইনে ফিলাপ করে স্ক্যান করা ম্যানুয়াল কপির সঙ্গে জমা করতে হবে৷

অবসরের আগে সরকারি কর্মচারীদের অপশন ফরম দাখিলের নির্দেশ

অনলাইন অপশন ফর্ম এর ক্ষেত্রে ডিডিও যদি কর্মচারীর কোন তথ্য ম্যানুয়ালি সিস্টেমে না দিয়ে থাকেনি তাহলে তা স্বয়ংক্রিয়ভাবেই অপশন ফর্ম এর সঙ্গে জুড়ে যাবে৷

যে কর্মচারীরা ২০১৬-র পর রাজ্য সরকারি পদে নিযুক্ত হয়েছেন তাদের কোন অপশন ফর্ম ফিলাপ করতে হবে না৷ সেক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের হেড অফিসের অপারেটররাই পে ফিক্সেশন ২০০৯-এর রোপা রুল ২০১৯-এর রোপা রুলে পরিবর্তন করে দেবেন৷

যে কর্মচারীরা রোপা রুল ২০০৯-এর নিয়ম অনুযায়ী বেতন নিচ্ছেন, অর্থ মন্ত্রক কর্তৃক ২০১৯-এর রোপা রুলের অধীনে পে ফিক্সেশন না করা পর্যন্ত এই নিয়মের অধীনেবেতন পাবেন না৷

যে কর্মচারীরা রোপা রুল ২০০৯-এর আগের নিয়ম অনুযায়ী বেতন নিচ্ছেন, অর্থ মন্ত্রকের অনুমতি ছাড়া তারা ২০১৯-এর রোপা রুলের অধীনে বেতন পাবেন না৷ যে নিয়মে বেতন নিচ্ছেন সেই নিয়মিই বহাল থাকবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 14 =