কলকাতা: যে সমস্ত রাজ্যসরকারি কর্মীদের কার্যকালের মেয়াদ শেষ হচ্ছে বা অবসর গ্রহণ করবেন, চলতি বছরেই তাঁদের অনলাইন ও অফলাইনে অপশন ফরম জমা করার বিষয়ে একটি নির্দেশিকা জারি করল রাজ্য অর্থ দপ্তর৷
নির্দেশিকার উল্লেখযোগ্য বিষয়গুলি হল- যে সমস্ত রাজ্য সরকারি কর্মীদের অর্থ দপ্তরের পরিচয়পত্র আছে, তাদের অবসর গ্রহণের পর পরবর্তীকালে সময়মতো নির্দিষ্ট পে ফিক্সেশনের সুবিধা দিতে, ২৪/১২/২০১৯ এর মধ্যে, ২০১৯-এর বিধি অনুসারে পুনর্বিন্যস্ত বেতন ও ভাতার নির্দিষ্ট অপশন ফর্ম জমা করার নির্দেশ দিয়েছে অর্থ দপ্তর৷ নোটিফিকেশন নং ৫৫৬২-এফ,২৫ সেপ্টেম্বর,২০১৯-এর সিডিউল ফোর এর পে ফিক্সেশনের অপশন ফর্ম অর্থ দপ্তরের পোর্টালে কর্মচারীদের জন্য নির্দিষ্ট ওয়েবসাইটে জমা করতে হবে৷
কর্মচারীদের প্রধান কার্যালযয়ের সংশ্লিষ্ট দপ্তরে এই ফরম যাচাই করণের পর স্বয়ংক্রিয় ভাবেই সেই বেতনের অপশন রোপা ২০১৯-এর নিয়মেই কার্যকর হবে৷ অনলাইনে অপশন ফর্ম জমা করার পর কোন ম্যানুয়াল ফর্ম (কাগজের ফর্ম) অফিসে জমা করা যাবে না৷ ম্যানুয়ালি অপশন ফর্ম জমা দেওয়ার ক্ষেত্রেও সময়সীমা একই থাকবে৷ এক্ষেত্রে হেড অফিসের অপারেটরকে ওই ফরম অনলাইনে ফিলাপ করে স্ক্যান করা ম্যানুয়াল কপির সঙ্গে জমা করতে হবে৷
অনলাইন অপশন ফর্ম এর ক্ষেত্রে ডিডিও যদি কর্মচারীর কোন তথ্য ম্যানুয়ালি সিস্টেমে না দিয়ে থাকেনি তাহলে তা স্বয়ংক্রিয়ভাবেই অপশন ফর্ম এর সঙ্গে জুড়ে যাবে৷
যে কর্মচারীরা ২০১৬-র পর রাজ্য সরকারি পদে নিযুক্ত হয়েছেন তাদের কোন অপশন ফর্ম ফিলাপ করতে হবে না৷ সেক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের হেড অফিসের অপারেটররাই পে ফিক্সেশন ২০০৯-এর রোপা রুল ২০১৯-এর রোপা রুলে পরিবর্তন করে দেবেন৷
যে কর্মচারীরা রোপা রুল ২০০৯-এর নিয়ম অনুযায়ী বেতন নিচ্ছেন, অর্থ মন্ত্রক কর্তৃক ২০১৯-এর রোপা রুলের অধীনে পে ফিক্সেশন না করা পর্যন্ত এই নিয়মের অধীনেবেতন পাবেন না৷
যে কর্মচারীরা রোপা রুল ২০০৯-এর আগের নিয়ম অনুযায়ী বেতন নিচ্ছেন, অর্থ মন্ত্রকের অনুমতি ছাড়া তারা ২০১৯-এর রোপা রুলের অধীনে বেতন পাবেন না৷ যে নিয়মে বেতন নিচ্ছেন সেই নিয়মিই বহাল থাকবে৷