শুরুতেই থমকে উচ্চবর্ণ সংরক্ষণ বিল, ‘জুমলা’র রাজনীতির অভিযোগ

নয়াদিল্লি: সংরক্ষণ বিল নিয়ে ফের তপ্ত সংসদ৷ বিতর্ক মেটাতে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি৷ এদিন সংসদে দাঁড়িয়ে জেটলি সাফ জানিয়ে দেন, অর্থনীতিক দিক থেকে পিছিয়ে পড়া উচ্চবর্ণের জন্য চাকরি ও শিক্ষাক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণের বিল পাশ করতে চাইছে কেন্দ্র৷ নয়া এই বিলে একাধিক বিরোধী দলের তরফে সমর্থন জানানো হলেও ‘জুমলা’র রাজনীতি দেখছে কংগ্রেস সহ

শুরুতেই থমকে উচ্চবর্ণ সংরক্ষণ বিল, ‘জুমলা’র রাজনীতির অভিযোগ

নয়াদিল্লি: সংরক্ষণ বিল নিয়ে ফের তপ্ত সংসদ৷ বিতর্ক মেটাতে মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি৷ এদিন সংসদে দাঁড়িয়ে জেটলি সাফ জানিয়ে দেন, অর্থনীতিক দিক থেকে পিছিয়ে পড়া উচ্চবর্ণের জন্য চাকরি ও শিক্ষাক্ষেত্রে ১০ শতাংশ সংরক্ষণের বিল পাশ করতে চাইছে কেন্দ্র৷ নয়া এই বিলে একাধিক বিরোধী দলের তরফে সমর্থন জানানো হলেও ‘জুমলা’র রাজনীতি দেখছে কংগ্রেস সহ একাধিক প্রধান বিরোধী দল৷

কেন্দ্রের নয়া এই বিলটিকে সমর্থনের কথা জানানো হলেও এদিন কংগ্রেসের তরফে সংরক্ষণ বিল সংসদীয় কমিটির কাছে পাঠানোর দাবি জানিয়েছে৷ তবে, কংগ্রেসের তরফে সংসদীয় কমিটিতে বিল পাঠানোর দাবির পেশ হতেই সংরক্ষণ বিল পাশ করাতে বেশ বেগ পেতে হবে কেন্দ্রকে৷ কারণ, সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে বিল লোকসভায় পাশ করানোর গেলেও রাজ্যসভায় বাধার মুখে পড়বে কেন্দ্র৷ কেননা, সংবিধান সংশোধন বিলটি লোকসভা ও রাজ্যসভায় পাশ করানোর আগে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাধ্যতামূলক৷ ফলে, লোকসভা নির্বাচনের আগে বিল আদৌ কার্যকর করা যাবে কি না, সে দিনে সন্দিহান পর্যবেক্ষক মহলের একাংশ৷



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এদিন সভাকক্ষের অরুণ জেটলি বলেন, ‘‘জাতপাতের ভিত্তিতে যে সংরক্ষণ, তা সংবিধান অনুযায়ী ৫০ শতাংশই থাকবে৷’’ কেন্দ্রীয় মন্ত্রী বিজয় গোয়েল সংবাদ মাধ্যমকে বলেন, “লোকসভায় বিলটি পাশ হয়ে যায়, তবে দ্রুত বিলটিকে রাজ্যসভায় নিয়ে যাওয়া হবে৷ আমরা এই অধিবেশনের ১০ শতাংশ কোটা’র বিলটি পাশ করার চেষ্টা করছি৷’’  এই নতুন বিলটি ব্রাহ্মণ, রাজপুত, জাঠ, মরাঠাদের মতো বহু জাতের মানুষের কাছে অনেকটা সুবিধা নিয়ে আসবে বলে মনে করা হচ্ছে৷ উত্তরপ্রদেশের দুই নেতা মায়াবতী ও অখিলেশ যাদব জানিয়ে দিয়েছেন, বিলটিকে সমর্থন জানাবেন তাঁরা৷

বিল নিয়ে বেশ সতর্ক তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, “আমি খুব খুশি হব, যদি দেখি অর্থনৈতিকভাবে দুর্বল মানুষ এই বিলের সুবিধা পাচ্ছেন৷ কিন্তু আমার প্রশ্ন হল, নির্বাচনের নামে কি এভাবে দেশের বেকার যুবকদের সঙ্গে প্রতারণা করার কোনও অধিকার আছে কেন্দ্রীয় সরকারের?’’

এই সংক্রান্ত আরও খবর জানতে ফেসবুক পেজ লাইক করুন facebook.com/Aajbikal ও aajbikel.com-এ ক্লিক করুন

var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”47″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_4720181112034953″);
document.getElementById(“div_4720181112034953”).appendChild(scpt);

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 − 5 =