বড় ঘোষণা! ২০ হাজার ফ্রেশার নিয়োগ করছে ইনফোসিস

কলকাতা: চলতি আর্থিক বছরে বিপুল পরিমাণে নিয়োগ করবে বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থা ‘ইনফোসিস’। সাংবাদিক বৈঠকে এবার তা ঘোষণা করলেন কোম্পানির চিফ ফিন্য়ান্সশিয়াল অফিসার জায়েশ সংঘরাজকা।…

কলকাতা: চলতি আর্থিক বছরে বিপুল পরিমাণে নিয়োগ করবে বহুজাতিক তথ্য প্রযুক্তি সংস্থা ‘ইনফোসিস’। সাংবাদিক বৈঠকে এবার তা ঘোষণা করলেন কোম্পানির চিফ ফিন্য়ান্সশিয়াল অফিসার জায়েশ সংঘরাজকা। ১৬ থেকে ২০ হাজার নতুন তরুণ-তরুনীকে চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার চলতি আর্থিক বছরের প্রথম ত্রৈমাসিকের ফলাফল প্রকাশ করে ইনফোসিস। এর পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিয়োগের সুখবর শোনান আইটি জায়ান্টের সিএফও।

উল্লেখ্য, ইনফোসিস খুব কম প্রার্থীদের চাকরি দিয়েছে গত বছর। ২০২৩-২৪ অর্থবর্ষে এই সংস্থায় মাত্র ১১,৯০০ জন ফ্রেশার কাজ পেয়েছেন। ২০২২-২৩ অর্থবর্ষে এই সংখ্যাটা ছিল প্রায় ৫০ হাজার। অর্থাৎ আগের বছর ফ্রেশার নিয়োগের হার প্রায় ৭৬ শতাংশ কমে গিয়েছিল ইনফোসিসে।