এক ধাক্কায় কমল বেকারত্বের হার,কতটা প্রভাব শেয়ার বাজারে? | India’s Unemployment Rate

India’s Unemployment Rate নয়াদিল্লি:   ২০২৪-২৫ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতে আর্থিক উন্নয়নের সূচক কিছুটা নিম্নমুখী হলেও তা ফের ঘুরে দাঁড়াচ্ছে৷ আরও একবার কমল দেশে বেকারত্বের…

India's Unemployment Rate

India’s Unemployment Rate

নয়াদিল্লি:   ২০২৪-২৫ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে ভারতে আর্থিক উন্নয়নের সূচক কিছুটা নিম্নমুখী হলেও তা ফের ঘুরে দাঁড়াচ্ছে৷ আরও একবার কমল দেশে বেকারত্বের হার৷  

Reasons for the Drop in Unemployment Rate

অর্গানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ বা  ওপিইসি’র রিপোর্ট বলছে,  ২০২৪ সালের আগস্টে দেশে বেকারত্বের হার ছিল ৮.৫০ শতাংশ৷ সেপ্টেম্বরে তা কমে হয়েছে ৭.৮০ শতাংশ৷ এই অর্থবর্ষের বাকি ৬ মাসেও তা বজায় থাকবে বলেই আশা ওপিইসির৷ 

India's Unemployment Rate

Organization of the Petroleum Exporting Countries (OPEC)

ওপিইসি জানিয়েছে, গত অর্থবর্ষের তুলনায় বেকারত্বের হার কম৷ পরিষেবা সেক্টরে ২০২৪-২৫ অর্থবর্ষের  দেশে বেকারত্বের হারও এক ধাক্কায় অনেকটাই কমেছে৷ আগস্টে যা ছিল ৮.৫ শতাংশ, সেপ্টেম্বরে তা কমে হয়েছে ৭.৮ শতাংশ৷ কর্মসংস্থানের পক্ষে যা আশাপ্রদ বলে বিশেষজ্ঞরা বলছেন৷

India's Unemployment Rate
চাকরি পরীক্ষা

Impact on the Stock Market

যদিও, এর প্রভাব এখনও পড়েনি ভারতীয় শেয়ার বাজারে। নিফটি, সেনসেক্স সবই নিচের দিকে রয়েছে। নিফটি ১০০-র সিংহভাগ স্টক নিচের দিকে৷ তবে আর কিছু দিন পর থেকেই স্টকের রেজাল্ট আসতে শুরু করবে৷ মনে করা হচ্ছে, ত্রৈমাসিক ফলাফলের পরই পরিষ্কার হবে বাজারের ধারণা৷

 

আরও পড়ুন-

গণহত্যা মামলায় হাসিনা-সহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ট্রাইবুনালের

দেশের সবচেয়ে বড় ছয় আইপিও-র মধ্যে লোকসানে পাঁচ? জানুন সত্যিটা

নভেম্বরে অবসর নেবেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়, জানিয়ে দিলেন উত্তরসূরির নাম

পার্থর সুপারিশেই প্রাথমিকে ‘অযোগ্য’দের চাকরি, তালিকা পাঠিয়েছিলেন এক আমলাকে

লক্ষ্মীপুজোয় লক্ষ্মীলাভ! DA বাড়ল সরকারি কর্মচারীদের, মিলবে বকেয়াও | DA Hike