Aajbikel

সরাসরি ইন্টারভিউ নিয়ে কর্মী নিয়োগ ভারতীয় রেলের

নয়াদিল্লি: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর৷ এবার সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় রেল৷ আগামী সপ্তাহের ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ হবে বলে খবর৷ জানা গিয়েছে, সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া চলবে৷ নর্দান রেলওয়ে দিল্লির তরফে বিজ্ঞপ্তি জারি করে সিনিয়র রেসিডেন্ট পদে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি
 | 
সরাসরি ইন্টারভিউ নিয়ে কর্মী নিয়োগ ভারতীয় রেলের

নয়াদিল্লি: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর৷ এবার সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারতীয় রেল৷ আগামী সপ্তাহের ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ হবে বলে খবর৷

জানা গিয়েছে, সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়া চলবে৷ নর্দান রেলওয়ে দিল্লির তরফে বিজ্ঞপ্তি জারি করে সিনিয়র রেসিডেন্ট পদে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ সফল চাকরিপ্রার্থীদের সপ্তম বেতন কমিশন অনুযায়ী বেতন ধার্য করা হয়েছে বলে খবর৷ আগামী ১৭, ১৮ ও ১৯ সেপ্টেম্বর সিনিয়র রেসিডেন্ট পদে ২১টি শূন্যপদে নিয়োগ করবে নর্দান রেলওয়ে কর্তৃপক্ষ৷

নিয়োগ হবে নর্দান রেলওয়েতে দিল্লি শাখায়৷ সিনিয়র রেসিডেন্টের ২১ শূন্যপদে নিয়োগ করা হবে৷ পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ও এমসিআই সার্টিফিকেট থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন৷ সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীকে অবশ্যই মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার সদস্যপদ থাকা বাধ্যতামূলক৷ ৩৭ থেকে ৪০ বছরের মধ্যে সাধারণ চাকরিপ্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন৷ ওবিসি সংরক্ষিত চাকরিপ্রার্থীরা ৪০ থেকে ৪৩ বছর পর্যন্ত বয়সের ছাড় দেওয়া হয়েছে৷ তপশিলি জাতি ও উপজাতি চাকরিপ্রার্থীদের জন্য ৪৫ বছর পর্যন্ত বয়সের উর্ধ্বসীমা রাখা হয়েছে৷ সপ্তম বেতন কমিশন অনুযায়ী এই পদে দেওয়া হবে বেতন৷ ৬৭,৭০০ থেকে ২,০৮,৭০০ মধ্যে বেতন হবে বলেও জানানো হয়েছে৷

নিয়োগের শর্ত হিসাবে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার সদস্যপদ না থাকা কোন প্রার্থী এই পদের জন্য আবেদন করবেন না বলেও রেলের তরফে জানিয়ে দেওয়া হয়েছে৷ ইন্টারভিউয়ের উপস্থিত হতে গেলে চাকরি প্রার্থীকে বৈধ নথিপত্র দাখিল করতে হবে ইন্টারভিউতে অংশ নেয়ার জন্য৷ রেলের তরফে জানানো হয়েছে, ১৭ থেকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে Auditorium, 1st Floor, Academic Block, Northern Railway Central Hospital, New Delhi-110055- এই ঠিকানায় হবে ইন্টারভিউ নেওয়া হবে৷ আরও বিস্তারিত জানতে (nr.indianrailways.gov.in/nr/recruitment/1567583082965_Sr%20resident%20fin.pdf) এই লিঙ্কে বিজ্ঞপ্তি দেখুন৷

Around The Web

Trending News

You May like