১১,৫৫৮ শূন্যপদে কর্মী নিয়োগ করবে ভারতীয় রেল, চটপট আবেদন করুন

কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর। নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি (NTPC) বিভাগে ১১,৫৫৮ টি শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল৷  গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট বিভাগের বিভিন্ন…

Indian Railways railway non-technical jobs

কলকাতা: চাকরিপ্রার্থীদের জন্য দারুণ খবর। নন-টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি (NTPC) বিভাগে ১১,৫৫৮ টি শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রেল৷  গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট বিভাগের বিভিন্ন শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করুন৷ আবেদনের শেষ তারিখ ২১ সেপ্টেম্বর৷ (railway non-technical jobs)

বিভিন্ন পদের নাম

পদের নাম- চিফ কমার্সিয়াল কাম টিকিট সুপারভাইজার, স্টেশন মাস্টার, গুডস ট্রেন ম্যানেজার, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট৷ মোট শূন্যপদ- ৮১১৩ টি।

কোন পদে কটি শূন্যপদ ও আসন সংখ্যা কত-

চিফ কমার্সিয়াল কাম টিকিট সুপারভাইজার- ১৭৩৬ টি শূন্যপদ, বেতন- ৩৫,৪০০ টাকা
স্টেশন মাস্টার- ৯৯৪ টি শূন্যপদ, বেতন- ৩৫,৪০০ টাকা
গুডস ট্রেন ম্যানেজার- ৩১৪৪ টি শূন্যপদ, বেতন- ২৯,২০০ টাকা
জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট- শূন্যপদ ১৫০৭ টি, মাসিক বেতন- ২৯,২০০ টাকা
সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট- শূন্যপদ- ৭৩২ টি, বেতন- ২৯,২০০ টাকা

বয়স-

স্নাতক উত্তীর্ণ প্রার্থী এই পদে আবেদন জানাতে পারবেন৷  ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৬ বছরের মধ্যে বয়সসীমা হতে হবে।সংরক্ষিত প্রার্থীরা বয়ের ছাড় পাবেন৷

RRB NTPC Recruitment 2024 (Undergraduate)
পদের নাম ও বেতন-

কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক- শূন্যপদ ২০২২ টি, মাসিক বেতন- ২১,৭০০ টাকা
অ্যাকাউন্টস কাম ক্লার্ক টাইপিস্ট- শূন্যপদ ৩৬১ টি, মাসিক বেতন- ১৯,৯০০ টাকা
জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট- শূন্যপদ ৯৯০ টি৷ মাসিক বেতন- ১৯,৯০০ টাকা
ট্রেইনস ক্লার্ক- শূন্যপদ ৭২ টি এবং মাসিক বেতন ১৯,৯০০ টাকা

আন্ডার গ্রাজুয়েট লেভেলের এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে ন্যূনতম উচ্চ মাধ্যমিক অর্থাৎ দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ হতে হবে৷ আবেদনকারীর বয়স ন্যূনতম
১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৩ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুন-

অষ্টম শ্রেণী পাশ? ইন্ডিয়া পোস্টে গ্রুপ- সি পদে রয়েছে কাজের

Jobs Indian Railways NTPC announces 11,558 non-technical job vacancies in Kolkata. Apply for various roles like Station Master, Goods Train Manager, and more. Graduate and undergraduate candidates can apply. Check eligibility and apply now!