শিক্ষানবিশ পদে প্রচুর নিয়োগ ভারতীয় রেলে, শুরু অনলাইন আবেদন

শিক্ষানবিশ পদে প্রচুর নিয়োগ ভারতীয় রেলে, শুরু অনলাইন আবেদন

 

নয়াদিল্লি:  নতুন বছরে আসছে নতুন কাজের সুযোগ৷ প্রচুর শিক্ষানবিশ নিয়োগ করতে চলেছে ভারতীয় রেলওয়ের রেল হুইল প্লান্ট, বেলা৷ এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ ন্যাশনাল অ্যাপ্রেনটিস ট্রেনিং স্কিম (NATS)-এর অধীনে এই শিক্ষানবিশদের নিয়োগ করা হবে৷ শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া৷ NATS পোর্টালে আবেদনের শেষ তারিখ ১৪ জানুয়ারি ২০২১৷ 

আরও পড়ুন- বদলি নিয়ে অসন্তোষ, সাংবাদিক বৈঠক করে দাবি পেশ শিক্ষক সংগঠনে

রেল হুইল প্লান্ট, বেলা-য় অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে৷ কেন্দ্রীয় মানবোন্নয়ন মন্ত্রকের অধীনে ন্যাশনাল অ্যাপ্রেনটিস ট্রেনিং প্রকল্পে মেকানিক্যালে বিটেক/বিএসসি, ইলেকট্রিকাল এবং ইলেকট্রনিক্স/ ইন্সট্রুমেনটেশন/কম্পিউটার/ টি ইঞ্জিনিয়ারিং বা মেকানিক্যালে ডিপ্লোমা/ আইটি অ্যাপ্রেনটিসরা প্রার্থীরা আবেদন জানাতে পারবেন৷  

শূন্যপদের বিস্তারিত বিবরণ- 

* মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ টেক/ বিএসসি – শূন্যপদ ৪
* ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ টেক/ বিএসসি – শূন্যপদ ৩
* ইলেকট্রিক্যাল ইন্সট্রুমেনটেশন/ কম্পিউটার/ আইটি ইঞ্জিনিয়ারিং-এ টেক/ বিএসসি – শূন্যপদ ৩
* মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা- শূন্যপদ ৩৫
* ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা- শূন্যপদ ১৫
* ইলেকট্রনিকস ইন্সট্রুমেনটেশন/ কম্পিউটার/ আইটি ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা- শূন্যপদ ১০

কী ভাবে আবেদন করতে হবে-
আবেদনকারীকে www.mhrdnats.gov.in –এ গিয়ে এনরোল করতে হবে৷ সংশ্লিষ্ট বোর্ড অনুমোদন দিলে  NATS-এর পোর্টালে গিয়ে আবেদন করতে হবে৷ আবেদন করার শেষ তারিখ ১৪ জানুয়ারি৷ 

রও পড়ুন- বুলেটিন প্রডিউসার, সাব-এডিটর, ভিডিও এডিটর ও জেলা সাংবাদিক নিয়োগ

স্টাইপেন্ড- 
* গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারা প্রতি মাসে পাবেন ৯ হাজার টাকা৷ 
* ডিপ্লোমা হোল্ডারা পাবেন প্রতি মাসে ৮ হাজার টাকা৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × three =