চতুর্থ শ্রেণির কর্মীদের জন্য বড় ঘোষণা ভারতীয় রেলের

নয়াদিল্লি: চতুর্থ শ্রেণির কর্মীদের সম্মান বাড়াতে নয়া উদ্যোগ নিচ্ছে ভারতীয় রেল৷ এখন থেকে রেলের চতুর্থ শ্রেণির কর্মীদে জমাদার, খালাসি, কুলি ইত্যাদি নামে ডাকা যাবে না৷ চতুর্থ শ্রেণির রেলকর্মীদের অ্যাসিস্ট্যান্ট বা সহায়ক হিসাবে ডাকা হবে বলে রেলবোর্ডের তরফে প্রতিটি জোনে বিলি করে দিয়েছে বিশেষ নির্দেশিকা৷ তবে, পদের পাশে কেবলমাত্র তাঁদের বিভাগের নামটুকু বসানো যাবে৷ রেলবোর্ডে বিশেষ নির্দেশিকায়

43a1c6bee51b4d4dff55c8a67304858f

চতুর্থ শ্রেণির কর্মীদের জন্য বড় ঘোষণা ভারতীয় রেলের

নয়াদিল্লি: চতুর্থ শ্রেণির কর্মীদের সম্মান বাড়াতে নয়া উদ্যোগ নিচ্ছে ভারতীয় রেল৷ এখন থেকে রেলের চতুর্থ শ্রেণির কর্মীদে জমাদার, খালাসি, কুলি ইত্যাদি নামে ডাকা যাবে না৷  চতুর্থ শ্রেণির রেলকর্মীদের অ্যাসিস্ট্যান্ট বা সহায়ক হিসাবে ডাকা হবে বলে রেলবোর্ডের তরফে প্রতিটি জোনে বিলি করে দিয়েছে বিশেষ নির্দেশিকা৷ তবে, পদের পাশে কেবলমাত্র তাঁদের বিভাগের নামটুকু বসানো যাবে৷

রেলবোর্ডে বিশেষ নির্দেশিকায় জানা গিয়েছে, যেমন, জমাদার, সাফাইওয়ালারা এ বার রেলের খাতায় পরিচিত হবেন অ্যাসিস্ট্যান্ট বা হাউসকিপিং নামে৷। খাতা থেকে বাদ হয়ে যাচ্ছে ধোপা, চৌকিদার, ভিস্তি, পিওন, রাঁধুনি পদের নাম৷ দেশের প্রাচীনতম এবং একই সঙ্গে বৃহত্তম নিয়োগকারী সংস্থা তার লক্ষাধিক চতুর্থ শ্রেণির কর্মীকে সম্বোধনের ক্ষেত্রে এ বার শ্বেতাঙ্গ প্রভুদের প্রভাব পুরোপুরি বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। যদিও রেলবোর্ডের নির্দেশিকায় স্পষ্ট বলা আছে, বদল হবে শুধুই পদমর্যাদায়৷ কাজের দায়িত্ব বা বেতনের ক্রমে পরিবর্তন হবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *