নতুন বছরে ১৪,০৩৩ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ভারতীয় রেলের

পূর্ব, দক্ষিণ-পূর্ব, উত্তর-পূর্ব সীমান্ত রেল সহ সারা দেশের রেলপথগুলিতে ১৪০৩৩ জন জুনিয়র ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার (ইনফরমেশন টেকনালজি), ডিপো মেটিরিয়াল সুপারিন্টেনডেন্ট ও কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। এই নিয়োগের সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস নম্বর: ০৩/২০১৮। প্রার্থী বাছাই করবে কলকাতা, মালদা, শিলিগুড়ি ইত্যাদি সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলি মিলিতভাবে। শূন্যপদ: ক্রমিক সংখ্যা ১: জুনিয়র ইঞ্জিনিয়ার: শূন্যপদ ১৩০৩৪।

নতুন বছরে ১৪,০৩৩ শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি ভারতীয় রেলের

পূর্ব, দক্ষিণ-পূর্ব, উত্তর-পূর্ব সীমান্ত রেল সহ সারা দেশের রেলপথগুলিতে ১৪০৩৩ জন জুনিয়র ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার (ইনফরমেশন টেকনালজি), ডিপো মেটিরিয়াল সুপারিন্টেনডেন্ট ও কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। এই নিয়োগের সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিস নম্বর: ০৩/২০১৮। প্রার্থী বাছাই করবে কলকাতা, মালদা, শিলিগুড়ি ইত্যাদি সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলি মিলিতভাবে।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

শূন্যপদ: ক্রমিক সংখ্যা ১: জুনিয়র ইঞ্জিনিয়ার: শূন্যপদ ১৩০৩৪। ক্রমিক সংখ্যা ২: জুনিয়র ইঞ্জিনিয়ার (ইনফরমেশন টেকনোলজি): ৪৯। ক্রমিক সংখ্যা ৩: ডিপো মেটিরিয়াল সুপারিন্টেনডেন্ট: ৪৫৬। ক্রমিক সংখ্যা ৪: কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট: ৪৯৪।

বেতনক্রম: শুরুর মূল বেতন ৩৫৪০০ টাকা। সঙ্গে অন্যান্য ভাতা।

বয়সসীমা: ১ জানুয়ারি ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩৩ বছরের মধ্যে।

যোগ্যতা: জুনিয়র ইঞ্জিনিয়ার: সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি/ ডিপ্লোমা।

ডিপো মেটিরিয়াল সুপারিন্টেনডেন্ট: যে-কোনো শাখায় ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা/ ডিগ্রি।

জুনিয়র ইঞ্জিনিয়ার (ইনফরমেশন টেকনোলজি): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে পিজিডিসিএ/ বিএসসি (কম্পিউটার সায়েন্স)/ বিসিএ/ বিটেক (ইনফরমেশন টেকনোলজি)/ বিটেক (কম্পিউটার সায়েন্স)/ ডোয়েকের ‘বি’ লেভেল কোর্স তিন বছরের সময়সীমার বা সমতুল।

কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট: ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর নিয়ে ফিজিক্স ও কেমিস্ট্রি সহ বিজ্ঞান শাখায় ব্যাচেলর ডিগ্রি। ইঞ্জিনিয়ারিং ডিগ্রিগুলির সমতুল হিসাবে গ্রাহ্য হবে তা জানা যাবে নিচের ওয়েবসাইটে।

var domain = (window.location != window.parent.location)? document.referrer : document.location.href;
if(domain==””){domain = (window.location != window.parent.location) ? window.parent.location: document.location.href;}
var scpt=document.createElement(“script”);
var GetAttribute = “afpftpPixel_”+(Math.floor((Math.random() * 500) + 1))+”_”+Date.now() ;
scpt.src=”//adgebra.co.in/afpf/GetAfpftpJs?parentAttribute=”+GetAttribute;
scpt.id=GetAttribute;
scpt.setAttribute(“data-pubid”,”358″);
scpt.setAttribute(“data-slotId”,”1″);
scpt.setAttribute(“data-templateId”,”47″);
scpt.setAttribute(“data-accessMode”,”1″);
scpt.setAttribute(“data-domain”,domain);
scpt.setAttribute(“data-divId”,”div_4720181112034953″);
document.getElementById(“div_4720181112034953”).appendChild(scpt);

প্রার্থী বাছাই পদ্ধতি: কম্পিউটার ভিত্তিক দু-স্তর পরীক্ষা, নথিপত্র যাচাই ও মেডিকেল পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। উপযুক্ত ডাক্তারি মানও থাকা দরকার।

পরীক্ষার ফি: ৫০০ টাকা। ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্টে বসলে ৪০০ টাকা (ব্যাঙ্ক চার্জ বাদে) ফেরত দেওয়া হবে। তপশিলি জাতি/ উপজাতি, প্রাক্তন সেনাকর্মী, শারীরিক প্রতিবন্ধী, রূপান্তরকামী, সংখ্যালঘু, আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ও মহিলা প্রার্থীদের ফি ২৫০ টাকা (ব্যাঙ্ক চার্জ বাদে)। ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট দিলে তাঁদের ওই ২৫০ টাকাই ফেরত দেওয়া হবে।

আবেদনের পদ্ধতি: ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে ২ জানুয়ারি সকাল ১০টা থেকে ৩১ জানুয়ারি রাত ২৩.৫৯ পর্যন্ত। আরও বিস্তারিত তথ্যাবলিও ওইদিন থেকে জানা যাবে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলির ওয়েবাসাইটে। ওয়েবসাইটগুলি হল—

১) কলকাতা: www.rrbkolkata.gov.in

২) আহমেদাবাদ: www.rrbahmedabad.gov.in

৩) আজমির: www.rrbajmer.gov.in

৪) এলাহাবাদ: www.rrbald.gov.in

৫) বেঙ্গালুরু: www.rrbbnc.gov.in

৬) ভোপাল: www.rrbbpl.nic.in

৭) ভুবনেশ্বর: www.rrbbbs.gov.in

৮) বিলাসপুর: www.rrbbilaspur.gov.in

৯) চণ্ডীগড়: www.rrbcdg.gov.in

১০) চেন্নাই: www.rrbchennai.gov.in

১১) গোরক্ষপুর: www.rrbgkp.gov.in

১২) গুয়াহাটি: www.rrbguwahati.gov.in

১৩) জম্মু ও কাশ্মীর: www.rrbjammu.nic.in

১৪) মালদা: www.rrbmalda.gov.in

১৫) মুম্বই: www.rrbmumbai.gov.in

১৬) মজফফরপুর: www.rrbmuzaffarpur.gov.in

১৭) পাটনা: www.rrbpatna.gov.in

১৮) রাঁচি: www.rrbranchi.gov.in

১৯) সেকেন্দ্রাবাদ: www.rrbsecumderabad.nic.in

২০) শিলিগুড়ি: www.rrbsiliguriu.org

২১) তিরুবনন্তপুরম: www.rrbthiruvananthapuram.gov.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + eleven =