বদলে যাবে কাজের ধরণ, হবে কর্মী ছাঁটাই? ঘোষণা রেলের

বদলে যাবে কাজের ধরণ, হবে কর্মী ছাঁটাই? ঘোষণা রেলের

নয়াদিল্লি:  সম্প্রতি রেলের আর্থিক কমিশনারের থেকে একটি নির্দেশ গিয়েছিল। সেখানে জানানো হয়েছিল, রেলের এবার খরচ কমাতে হবে। এই নির্দেশের পরেই রেলের কর্মচারীদের মধ্যে আতঙ্ক বাড়িয়েছিল ছাঁটাইয়ের আশঙ্কা৷ লকডাউনের জেরে রেলে যে একপ্রকার লোকশানে চলছে, তা নতুন করে বলার অপেক্ষা রাখে না৷ ফলে, আশঙ্কা আরও জোরদার হয়েছিল৷ এবার পরিস্থিতি স্বাভাবিক করতে আসরে নামেন রেলওয়ে বোর্ডের ডিরেক্টর জেনারেল৷ ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে তিনি বলেন, রেলে কারও চাকরি যাবে না। তবে কাজের ধরন পরিবর্তন হবে৷

রেলওয়ে বোর্ডের ডিরেক্টর জেনারেল (মানবসম্পদ) আনন্দ এস খাতি বলেন, রেলের কর্মী ছাঁটাইয়ের এখন কোনও পরিকল্পনা নেই। তবে রেলের কর্মীদের আগের থেকে অনেক বেশি উপযুক্ত হতে হবে। তাঁদের কাজের ধরন অনেকটাই পরিবর্তন হবে বলে তিনি জানিয়েছেন। রেলের কর্মীদের আরও দক্ষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, ‘আশঙ্কার কোনও কারণ নেই। স্পষ্ট ভাষায় বলতে চাই রেলের কোনও কর্মীকে ছাঁটাই করা হবে না। তবে কর্মীদের আগের থেকে অনেক বেশি দক্ষ করা হবে। রেল ভারতে সব থেকে বেশি কর্মসংস্থান দেয়। সেটা অব্যাহত থকবে।’

১৯ জুন রেলের আর্থিক কমিশনার এক বিবৃতিতে জানান, গত বছর মে মাসের থেকে চলচতি বছর প্রায় ৫৪ শতাংশ লাভ কম হয়েছে। তিনি রেলের সমস্ত জোনাল ম্যানেজারের কাছে চিঠি পাঠান। সেখানে তিনি আর্থিক দিক দিয়ে লাগাম টানার প্রয়োজন আছে বলেও উল্লেখ করেন। এরপরেই রেলের কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা করতে থাকেন। কারণ রেলের পেনশন ও কর্মীদের বেতনন দিতে গিয়েই ৬০ শতাংশ বরাদ্দ অর্থ খরচ হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 4 =