গ্রামীণ ডাক সেবক পদে প্রচুর কর্মী নিচ্ছে ইন্ডিয়ান পোস্ট

গ্রামীণ ডাক সেবক পদে প্রচুর কর্মী নিচ্ছে ইন্ডিয়ান পোস্ট

নয়াদিল্লি: প্রচুর লোক নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ (ইন্ডিয়া পোস্ট অফিস)৷ গ্রামীণ ডাক সেবক (জিডিএস) পদে অনলাইন আবেদনের জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ ইচ্ছুক প্রার্থীরা ২১ জুলাইয়ের আগে appost.in –এ আবেদন করতে পারবেন৷ 

জিডিএস পদের জন্য ইন্ডিয়ান পোস্ট অফিসে মোট ৩,২৬২টি শূন্য পদ রয়েছে৷ ২১ জুলাইয়ের আগেই এই পদের জন্য আবেদন করতে হবে৷ ২২ জুন, ২০২০-তে প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে৷  তপশিলি জাতি ও উপজাতির প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর এবং প্রতিবন্ধী প্রার্থীদের ১০ বছর বয়সের ছাড় দেওয়া হবে৷ 

কারা আবেদন করতে পারবেন-
* আবেদনকারীকে অবশ্যই স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে৷ 
* যাঁরা একবারে মাধ্যমিক পাশ করতে পেরেছেন, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে৷ 
* প্রার্থীকে স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে৷ 

আবেদন ফি-
জিডিএস পরীক্ষায় বসার জন্য OC/OBC/EWS Male/trans-man বিভাগের প্রার্থীদের ১০০ টাকা ফি দিতে হবে৷ মহিলা এবং প্রতিবন্ধী প্রার্থীদের কোনও ফি লাগবে না৷ 

 

জব লোকেশন- নাগপুর, আজমের, বিকানের, সিকার, বারমের, ভরতপুর, ভিলওয়ালার, ঝুঞ্ঝুনান, চুরু, পালি, সিরোহি৷   

বেতন- ১০ হাজার থেকে ১৪,৫০০ টাকা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 4 =