ইন্ডিয়ান অয়েলে ৪৮০ প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি জারি

ইন্ডিয়ান অয়েলে ৪৮০ প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি জারি

নয়াদিল্লি: টেকনিক্যাল ও নন টেকনিক্যাল ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ৪৮০জনকে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড। এই কর্মী নিয়োগ হবে তামিলনাড়ু, পুড়ুচেরি, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায়। আগ্রহী প্রার্থীদের ২৮ অগস্ট বিকেল ৫টার মধ্যে আবেদনপত্র পাঠাতে হবে। আগামী ১৯ সেপ্টেম্বর এই লিখিত পরীক্ষা হবে বিজয়ওয়াড়া, কোচি, হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাইতে।

বয়স 
এই পদের জন্য আবেদনকারী চাকরিপ্রার্থীদের ন্যূনতম বয়স ১৮ বছর হতে হবে। সর্বোচ্চ বয়স ২৪ বছর হতে হবে। তবে সরকারি নিয়ম মেনে অনগ্রসর শ্রেণির জন্য বয়সের ঊর্ধ্বসীমা শিথিল করা হয়েছে। 

বাছাই পর্ব
এই পদে নির্বাচিত হতে প্রথমে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন নিয়ে একটি লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেই ইন্টারভিউতে ডাকা হবে। সেক্ষেত্রে লিখিত পরীক্ষার নম্বরের ভিত্তিতেই ডাকা হবে প্রার্থীদের।

আবেদন পদ্ধতি
অনলাইনেই এই পরীক্ষার জন্য আবেদন করতে হবে। যোগ্য ও ইচ্ছুক প্রার্থীদের প্রথমে www.iocl.com-এ গিয়ে কেরিয়ারস ক্লিক করলেই লেটেস্ট জব ওপেনিং বেরিয়ে আসবে। এখানেই এনগেজমেন্ট অফ ট্রেড অ্যাপ্রেন্টিস ইন সাউদার্ন রিজিয়ন (মার্কেটিং ডিভিশন)-এফ ওয়াই ২০২১-২২-ফেস-১-এর বিজ্ঞপ্তি দেখতে পাবেন। আবেদনকারীদের সাম্প্রতিক কালের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, জন্ম তারিখের সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট অনলাইনেই জমা দিতে হবে। কোনও নথি বাদ পড়লে আবেদন গ্রহণ করবে না ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষ। আবেদন গ্রহণের পর যোগ্য প্র্রার্থীদের ইমেল বা এসএমএস-এর মধ্যে লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোডের বিষয়ে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − twelve =