আপনি কি অবিবাহিত? খেলতে জানেন? ৫০ হাজার টাকার বেতনে নৌসেনায় নিয়োগ

আপনি কি অবিবাহিত? খেলতে জানেন? ৫০ হাজার টাকার বেতনে নৌসেনায় নিয়োগ

মুম্বই: আপনি কি অবিবাহিত, খেলাধুলা করতে ভালোবাসেন, তাহলে আপনি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারেন ভারতীয় নৌসেনায়। ০১/২০২১ ব্যাচে নাবিক পদে বেশ কিছু তরুণ মেধাবী খেলোয়াড়কে স্পোর্টস কোটায় নিয়োগ করবে ইন্ডিয়ান নেভি৷ ভারতীয় অবিবাহিত তরুণরাই একমাত্র আবেদন করতে পারবেন৷ ভারতীয় ডাকের মাধ্যমে যোগাযোগ করতে হবে৷ 

অ্যাকোয়াটিক্স, অ্যাথলেটিক্স, বাস্কেট-বল, ওয়েটলিফ্টিং, বক্সিং, ক্রিকেট, ফুটবল-সহ প্রায় ২০টি ক্রীড়া ক্ষেত্রের জুনিয়র বা সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ অথবা সিনিয়র স্টেট চ্যাম্পিয়নশিপ অথবা অল ইন্ডিয়া ইন্টার ইউনিভার্সিটি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী খেলোয়াড়দের নাবিক পদে নিয়োগ করা হবে৷ এই নিয়োগের প্রাথমিক ট্রেনিং হবে আইএনএস চিলকায়। এর পর প্রার্থীদের পেশাদারি ট্রেনিং হবে বিভিন্ন ন্যাভাল ট্রেনিং এস্টাব্লিশমেন্টে। প্রাথমিক ট্রেনিং চলাকালীন প্রার্থীদের মাসে স্টাইপেন্ড ১৪,৬০০ টাকা, প্রাথমিক ট্রেনিং শেষে প্রার্থীদের লেভেল থ্রি বেতন ২১৭০০ টাকা থেকে ৪৩১০০ টাকা। এর সঙ্গে মিলিটারি সার্ভিস পে বাবদ ৫২০০ টাকা অব অন্যান্য ভাতাও রয়েছে।

ট্রেনিং চলাকালীন এবং তারপরেও প্রার্থীরা বিনামূল্যে বই,ইউনিফর্ম,খাবার, থাকার জায়গ ইত্যাদি সুযোগ সুবিধা পাবেন। নাবিকের জন্য ৫০ লক্ষ টাকার ইনস্যুরেন্সের সুবিধা রয়েছে। প্রার্থী বাছাই করা হবে খেলাধুলায় কৃতিত্ব অর্জনের ভিত্তিতে। উপযুক্ত প্রার্থীদের নির্ধারিত ন্যাভাল সেন্টারে ট্রায়ালের জন্য ডাকা হবে। তারপরে সফল প্রার্থীদের ডাক্তারি পরীক্ষা হবে। এই ডাক্তারি পরীক্ষায় পাশ করলে তবেই নিয়োগের প্রাথমিক ট্রেনিংয়ে যোগ দেওয়ার সুযোগ পাবেন প্রার্থীরা৷ আবেদন করতে হবে নির্ধারিত বয়ানে এ-৪ মাপের কাগজে প্রিন্ট নিয়ে, তা পূরণ করে। সঠিক ভাবে দরখাস্তের ফর্ম পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় প্রমাণপত্রের কপি-সহ পাঠাতে পাঠাতে হবে এই ঠিকানায়: The
Secretary, Indian Navy Sports Control Board,
7th Floor, Chankya Bhavan, Integrated
Headquarters, MoD (Navy), New Delhi – 110021

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *