নয়াদিল্লি: ভারতীয় কর্মীদের জন্য সুখবর। বাড়তে চলেছে তাদের বেতন বৃদ্ধির হার। চলতি বছরে গড়ে ৬.৪ শতাংশ হারে বাড়তে পারে বেতন। এমন তথ্যই উঠে এসেছে আন্তর্জাতিক পরামর্শদাতা সংস্থা উইলিস টাওয়ার্স ওয়াটসন’এর সাম্প্রতিক রিপোর্টে। যেখানে গত বছর এই বেতন বৃদ্ধির হার ছিল ৫.৯ শতাংশ। যদিও পাশাপাশি একটি দুঃসংবাদ রয়েছে কর্মীদের জন্য।
আন্তর্জাতিক সংস্থার সাম্প্রতিক রিপোর্ট ‘স্যালারি বাজেট প্ল্যানিং সার্ভে’ অনুযায়ী, চলতি বছরে ভারতীয় কর্মীদের গড়ে ৬.৪ শতাংশ হারে বেতন বৃদ্ধি হবে। তবে অধিকাংশ নিয়োগকর্তারা এখনই বিপুল সংখ্যায় নিয়োগ করতে চাইবেন না। ওই সংস্থার সার্ভে রিপোর্ট আরও রয়েছে, সাধারণ কর্মীদের সঙ্গে পেশাদার দক্ষ কর্মীদের বেতন বৃদ্ধিতে পার্থক্য দেখা যাবে। সাধারণ কোনও কর্মীর বেতন যদি ১ টাকা বাড়ে, সেক্ষেত্রে পেশাদার দক্ষ কর্মীদের বেতন বাড়বে ২ টাকা ৩৫ পয়সা। এছাড়াও, শীর্ষস্তরের কর্মীদের বেতন বাড়বে ৭ শতাংশ হারে। পাশাপাশি, ম্যানেজমেন্ট কর্মী, পেশাদার ও সাপোর্ট স্টাফদের বেতন ৭.৩ শতাংশ হারে বাড়বে।
উইলিস টাওয়ার্স ওয়াটসন সংস্থার ভারতীয় শাখার কনসাল্টিং বিভাগের শীর্ষকর্তা রাজুল মাথুর জানিয়েছেন, “কোভিড পরিস্থিতির পরবর্তী সময়ে দেশের অর্থনীতি এখন ঘুরে দাঁড়াচ্ছে। ছোট, মাঝারি ও বড় ব্যবসার ক্ষেত্রে ইতিবাচক লাভ দেখা দিচ্ছে। তবে এর প্রভাব বেতন বাড়ার বাজেটের বরাদ্দে এখনও সম্পূর্ণভাবে প্রতিফলিত হয়নি। অধিকাংশ নিয়োগকর্তা সংস্থাই গত বছরের তুলনায় এবছর কম বাজেটে উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাদার কর্মীদের সুরক্ষিত রাখার বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে।”