ইতিহাস গড়ল ভারতীয় সেনা, নারী-যুগের সূচনা

নয়াদিল্লি: ইতিহাস তৈরি হল ভারতীয় সেনাবাহিনীতে। সাধারণ সৈন্যের পদের জন্য মহিলাদের আবেদন নথিভুক্ত করা শুরু হল। ১০০ জন সোলজার জেনারেল ডিউটির জন্য আবেদন চাওয়া হয়েছে। অনলাইনে ২৫ এপ্রিল থেকে ৮ জুন পর্যন্ত আবেদন করা যাবে। সাড়ে ১৭ থেকে ২১ বছরের মধ্যে মেয়েরা আবেদন করে পারবেন। আবেদনকারী যদি কোনও কর্মরত নিহত জওয়ানের বিধবা হন, তবে বয়সের

ইতিহাস গড়ল ভারতীয় সেনা, নারী-যুগের সূচনা

নয়াদিল্লি: ইতিহাস তৈরি হল ভারতীয় সেনাবাহিনীতে। সাধারণ সৈন্যের পদের জন্য মহিলাদের আবেদন নথিভুক্ত করা শুরু হল। ১০০ জন সোলজার জেনারেল ডিউটির জন্য আবেদন চাওয়া হয়েছে।

অনলাইনে ২৫ এপ্রিল থেকে ৮ জুন পর্যন্ত আবেদন করা যাবে। সাড়ে ১৭ থেকে ২১ বছরের মধ্যে মেয়েরা আবেদন করে পারবেন। আবেদনকারী যদি কোনও কর্মরত নিহত জওয়ানের বিধবা হন, তবে বয়সের ঊর্ধ্বসীমা হবে ৩০ বছর। আম্বালা, লখনউ, বেঙ্গালুরু এবং শিলংয়ে নিয়োগের পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা হবে কমন এন্ট্রান্স পরীক্ষার মাধ্যমে। রূপান্তরকামী কিংবা গর্ভবতীরা আবেদন করেত পারবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =