৪৪২টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে ইন্ডিয়া পোস্ট, শুরু আবেদন

৪৪২টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে ইন্ডিয়া পোস্ট, শুরু আবেদন

নয়াদিল্লি: ব্রাঞ্চ পোস্ট মাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং গ্রামীন ডাক সেবক (জিডিএস) পদে প্রচুর প্রার্থী নিয়োগ করবে ভারতীয় ডাক বিভাগ৷ এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইন্ডিয়া পোস্ট৷ ইচ্ছুক এবং যোগ্য প্রার্থীরা আনলাইনে appost.in – এ আবেদন করতে পারবেন৷ গ্রামীন ডাক সেবক পদে আবেদন করার শেষ তারিখ ৫ অগাস্ট, ২০২০৷ 

শূন্যপদ-  জম্মু এবং কাশ্মীর সার্কেলে মোট ৪৪২টি শূন্য পদে লোক নেওয়া হবে৷ গত ৬ জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া৷

বয়স- ১৮ থেকে ৪০ বছরের প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন৷ ৬ জুলাই, ২০২০ তারিখ অনুযায়ী বয়সের হিসাব করা হবে৷ তবে তফশিলি জাতি, উপজাতি প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর এবং প্রতিবন্ধীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷

শিক্ষাগত যোগ্যতা-  প্রার্থীকে অবশ্যই স্বীকৃতিপ্রাপ্ত স্কুল শিক্ষা বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে৷ যারা প্রথম প্রয়াসেই পরীক্ষায় সফল হয়েছেন, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে৷ প্রার্থীকে অবশ্যই স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে৷ 

এই পদে আবেদনের জন্য প্রার্থীকে কেন্দ্রীয় সরকার/ রাজ্য সরকার/ বিশ্ববিদ্যালয়/ বোর্ড/ বেসরকারি প্রতিষ্ঠান পরিচালিত কোনও কম্পিউটার প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে কমপক্ষে ৬০ দিনের বেসিক কম্পিউটার ট্রেনিং কোর্সের শংসাপত্র জমা দিতে হবে৷ তবে মাধ্যমিক, উচ্চমাধ্যমি বা উচ্চশিক্ষায় যাঁরা কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছেন, তাঁদের বেসিক ট্রেনিং-এর সার্টিফিকেট জমা না করলেও চলবে৷ পাশাপাশি প্রার্থীকে সাইকেল চালানোও জানতে হবে৷ এই পদের জন্য আরও বিস্তারিত জানতে লগইন করুন ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + twenty =