লকডাউন: সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের

লকডাউন: সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে দেশজুড়ে চলা লকডাউনের মাঝে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের অবসর গ্রহণ নিয়ে বড়সড় ঘোষণা করল কেন্দ্র৷

কোভিড-১৯ পেন্ডামিকের মধ্যে বাড়িতে বসে কিংবা দফতরে গিয়ে কাজ করা কেন্দ্রীয় সরকারের সকল কর্মী, যাঁদের গত ৩১ মার্চ চাকরির মেয়াদ শেষ হয়ে গিয়েছে, তাঁদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি রিয়ার্টমেন্ট রুলসে বলা হয়েছে, ওয়ার্ক ফ্রম হোম হোক কিংবা জরুরি পরিষেবার জন্য দফতরে আসা যে সকল কর্মীর চাকরির মেয়াদ ৩১ মার্চ শেষ হয়ে গিয়েছে, তাঁরা নির্ধারিত দিনেই অবসর নেবেন৷

করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে দেশজুড়ে একটা অযাচিত পরিস্থিতি তৈরি হয়েছে৷ ২১ দিনের জন্য লকডাউন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার৷  এই পরিস্থিতিতে ডিপার্টমেন্ট অফ পার্সোনেল  অ্যান্ডট্রেনিংয়ের অফিস মেমোরেন্ডামে সুস্পষ্ট ভাবে বলা হয়েছে, ফান্ডামেন্টাল রুলস ৫৬ অনুযায়ী, ৩১ মার্চ ২০২০ কাজের মেয়াদ শেষ হওয়া কর্মীদের নিয়ম মেনেই অবসর হবে৷ লকডাউনের জন্য অবসরের দিন পিছবে না৷

৩০ মার্চ জারি করা অফিস মেমোরেন্ডামে আরও বলা হয়েছে, করোনা সংক্রমণের জেরে লকডাউন পরিস্থিতিতে ডব্লু.ই.এফ ২৪ মার্চ ২০২০ অনুযায়ী উল্লিখিত বিধিগুলি ও নির্দেশাবলী নির্ধারিত সময়সীমার পালন করা সম্ভব হবে না৷ এছাড়াও সিসিএস (সিএএ) ১৯৬৫ এবং সিসিএম (প্নসন) রুলস, ১৯৭২ অনুযায়ী বিভিন্ন ক্ষেত্রে সময়কালের গণনাও শিথিল করেছে সরকার৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *