বাড়ল বেতন, এবার কি অনশন তুলে নেবেন শিক্ষকরা?

কলকাতা: পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বৈঠক নজরুল মঞ্চ থেকে শিক্ষকদের গ্রেড-পে বৃদ্ধির ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ শিক্ষামন্ত্রীর ওই ঘোষণার পর এবার সরকারি ভাবে বিজ্ঞপ্তি দিয়ে গ্রেড-পে বৃদ্ধির ঘোষণা রাজ্য শিক্ষা দপ্তরের৷ সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি হতেই কী এবার অনশন তুলে নেবেন শিক্ষকরা? জরুরি ভিত্তিতে চলেছে বৈঠক৷ শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা দুপ্তরের তরফে

বাড়ল বেতন, এবার কি অনশন তুলে নেবেন শিক্ষকরা?

কলকাতা: পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির বৈঠক নজরুল মঞ্চ থেকে শিক্ষকদের গ্রেড-পে বৃদ্ধির ঘোষণা করেছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ শিক্ষামন্ত্রীর ওই ঘোষণার পর এবার সরকারি ভাবে বিজ্ঞপ্তি দিয়ে গ্রেড-পে বৃদ্ধির ঘোষণা রাজ্য শিক্ষা দপ্তরের৷ সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি হতেই কী  এবার অনশন তুলে নেবেন শিক্ষকরা? জরুরি ভিত্তিতে চলেছে বৈঠক৷

শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা দুপ্তরের তরফে জানানো হয়, রাজ্যপাল প্রাথমিক শিক্ষকদের বেতন বৃদ্ধির সুপারিশ অনুমোদন নিয়েছে৷ প্রাথমিক শিক্ষকদের গ্রেড-পে ২৬০০ টাকা থেকে পে-ব্রান্ড-টু ৩৬০০ টাকা করা হচ্ছে পে-ব্রান্ড-থ্রিতে৷ অপ্রশিক্ষিত শিক্ষকদের গ্রেড-পে ২৩০০টাকা থেকে ২৯০০টাকা করা হচ্ছে৷ আগামী পয়লা অগস্ট থেকে কার্যকর হবে৷

বাড়ল বেতন, এবার কি অনশন তুলে নেবেন শিক্ষকরা?

প্রাথমিক শিক্ষকদের দাবি ছিল গ্রেড-পে অন্তত ৪২০০ করা হোক৷ কিন্তু, সেই দাবি পূরণ না হলেও ৩৬০০ টাকার গ্রেড-পে পয়লা অগস্ট থেকে কার্যকর হচ্ছে হচ্ছে৷ এই পরিস্থিতিতে অনশন আদৌও শিক্ষকরা তুলছেন কি না, তা নিয়ে সংবাদ মাধ্যমে এখনও কোনও প্রতিক্রিয়া দেননি আন্দোলকারীরা৷ তবে, বেতন বাড়লেও ১৪ জন শিক্ষকের বদলির নির্দেশ  জারি না হওয়ায় আন্দোলন প্রত্যাহার নিয়ে রয়েছে ধোঁয়াশা৷

বৃহস্পতিবার শিক্ষকদের গ্রেড পে বৃদ্ধির ঘোষণা করে শিক্ষামন্ত্রী বলেন, ‘‘আমরা আপনাদের বেতন কাঠামো পরিবর্তন করার কথা ভাবছি৷ আমি আপনাদের গ্রেড-পে ৩২০০ টাকা সুপারিশ করেছিলাম৷ কিন্তু, ৩৬০০টাকা গ্রেড পে করা যায় কি না, তা ভেবে দেখা হচ্ছে৷ কবে থেকে চালু হবে তা আমরা জানিয়ে দেব৷ এই টাকা দেওয়ার ব্যবস্থা তো আমাদের করতে হবে৷ দেখি, কোথা থেকে তা আনা যায়৷ মুখ্যমন্ত্রী চান শিক্ষকদের গ্রেড পে ৩৬০০ টাকা করা হোক৷’’ পে-স্কেল নিয়ে তৃণমূল শিক্ষক সমিতির সদস্যরা আওয়াজ তুললেও তা এড়িয়ে গিয়ে শিক্ষামন্ত্রী জানান, ‘‘দাঁড়ান, নির্দেশ প্রকাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করুন৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + 2 =