স্বল্প দক্ষতায় বাড়ছে কাজের সুযোগ, নয়া রিপোর্টে সিঁদুরে মেঘের আশঙ্কা

নয়াদিল্লি: দেশে এই মুহূর্তে বেকার সমস্যা নিয়ে যখন বিরোধীদের সমালোচনা দৃষ্টি আকর্ষণ করছে৷ তখন ভারতের অর্থনৈতিক পর্যবেক্ষণ কেন্দ্র CMIE-র সমীক্ষার রিপোর্ট বলছে অন্যকথা৷ রিপোর্ট অনুসারে, চলতি বছরের গত মে থেকে আগস্ট মাস পর্যন্ত দেশে স্বল্প দক্ষতার কাজের ক্ষেত্রে কর্মসংস্থান বেড়েছে৷ চলতি বছরে গত মে থেকে আগস্ট মাস পর্যন্ত ৪০৪.৯ শতাংশ কর্মসংস্থান হয়েছে৷ যা বিগত দু’বছরের

স্বল্প দক্ষতায় বাড়ছে কাজের সুযোগ, নয়া রিপোর্টে সিঁদুরে মেঘের আশঙ্কা

নয়াদিল্লি: দেশে এই মুহূর্তে বেকার সমস্যা নিয়ে যখন বিরোধীদের সমালোচনা দৃষ্টি আকর্ষণ করছে৷ তখন ভারতের অর্থনৈতিক পর্যবেক্ষণ কেন্দ্র CMIE-র সমীক্ষার রিপোর্ট বলছে অন্যকথা৷

রিপোর্ট অনুসারে, চলতি বছরের গত মে থেকে আগস্ট মাস পর্যন্ত দেশে স্বল্প দক্ষতার কাজের ক্ষেত্রে কর্মসংস্থান বেড়েছে৷ চলতি বছরে গত মে থেকে আগস্ট মাস পর্যন্ত ৪০৪.৯ শতাংশ কর্মসংস্থান হয়েছে৷ যা বিগত দু’বছরের তুলনায় অনেকটাই বেশী৷ স্বল্প দক্ষতার কাজের ক্ষেত্র বেড়েছে ৭ লক্ষেরও বেশী৷ কৃষি, বস্ত্র শিল্প সহ অন্যান্য উৎপাদনমুখী কাজের ক্ষেত্রে কর্মসংস্থান বেড়েছে৷ তবে ম্যানুফ্যাকচারিং, আইটি ও ফিনান্সিয়াল সেক্টরে কর্মসংস্থানের বিষয়টি উদ্বেগজনক বলেও রিপোর্টে উল্লেখ করেছে CMIE৷

স্বল্প দক্ষতায় বাড়ছে কাজের সুযোগ, নয়া রিপোর্টে সিঁদুরে মেঘের আশঙ্কা

তবে স্বল্প দক্ষতায় কাজের সুযোগ বৃদ্ধির এই রিপোর্ট দেখে পর্যবেক্ষক মহলের একাংশ মনে করছেন, আদতে দেশের অর্থনীতির মন্দা এর প্রধান কারণ৷ কেননা, বিভিন্ন সংস্থা চাইছে কম মজুরিতে বেশি পরিমাণ কাজ৷ সে ক্ষেত্রে যদি অদক্ষ শ্রমিককে কম বেতন দিয়ে বেশি কাজ তুলে নেওয়া যায়, সে ক্ষেত্রে গুণগতমানের সঙ্গে সমঝোতা হলেও বাণিজ্যিকভাবে লাভবান হতে পারে সংস্থা৷ মূলত এই ভাবনা থেকেই অদক্ষ শ্রমিক নিয়োগের প্রবণতা বাড়ছে৷ আর তাতেই মার খাচ্ছে দেশের ভবিষ্যৎ৷ কেন না গোটা দেশ জুড়ে প্রায় সাড়ে ৮ শতাংশ বেকারত্ব বেড়েছে৷ দক্ষ শ্রমিকদের পরিবর্তে অদক্ষ কর্মী নিয়োগের মধ্যে দিয়ে আসলে ব্যয় সংকোচনের পথে সংস্থাগুলি হাঁটতে চলেছে বলে মনে করা হচ্ছে৷ আর তারই ফলাফল ধরা পড়েছে রিপোর্টে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − fifteen =