বদলে যাচ্ছে আয়কর রিটার্নের নিয়ম, নতুন নিয়মাবলীর বিজ্ঞপ্তি জারি

বদলে যাচ্ছে আয়কর রিটার্নের নিয়ম, নতুন নিয়মাবলীর বিজ্ঞপ্তি জারি

নয়াদিল্লি: চলতি অর্থবর্ষের জন্য আয়কর রিটার্নের ফর্মের বিজ্ঞপ্তি জারি করল সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস (সিবিডিটি)৷ এবছর বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে ফর্মে৷ সেক্ষেত্রে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে মূলত দু’টি পরিবর্তন উল্লেখযোগ্য৷ সাধারণত এপ্রিল মাসেই এই ফর্মের বিজ্ঞপ্তি জারি হয়৷ তবে এবার প্রায় চার মাস আগে এই বিজ্ঞপ্তি জারি করল আয়কর দফতর৷

আয়কর দপ্তরের বিজ্ঞপ্তি অনুসারে অ্যাসেসমেন্ট ইয়ার ২০২০-২১ এর  জন্য দু’টি ফর্ম, আইটিআর-১ এবং আইটিআর ৪৷ আইটিআর-৪ এই ট্যাক্স রিটার্ন ফর্মের বিশেষত্ব হল, এই ফর্মটি তাঁদের জন্য যাঁদের বাড়ি যৌথ মালিকানায়৷ এক অর্থবর্ষে যাঁরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটির বেশি টাকা জমা করেছেন৷ এক অর্থবর্ষে যাঁরা ইলেকট্রিক বিলের জন্য যাদের খরচ হয়েছে ১ লাখেরও বেশি টাকা৷

ট্যাক্স রিটার্ন ফর্মের নতুন নিয়মাবলী- নতুন নিয়মে কোনো করদাতার পাসপোর্ট থাকলে তার নম্বর দিতে হবে রিটার্ন ফর্মের নির্দিষ্ট কলামে৷ , পরিবারিক বিদেশভ্রমণ বা অন্য কারও বিদেশ ভ্রমণের জন্য ২ লক্ষ টাকা বা তার বেশি খরচ হলে তাও উল্লেখ করতে হবে ফর্মে পুরনো নিয়মে আয়কর দাতাদের পাসপোর্টের তথ্য দিতে হত না৷

এছাড়াও বছরের শুরুতে হাতে নগদ (ওপেনিং ক্যাশ ইন হ্যান্ড) এবং ব্যাঙ্কে জমা (ওপেনিং ব্যাঙ্ক ব্যালান্স) টাকার ক্ষেত্রে কত টাকা ছিল এবং অর্থবর্ষ শেষে কত টাকা রয়েছে, তার হিসেবও জানাতে হবে আয়কর দফতরকে৷ পাশাপাশি সারা বছরে নগদ টাকার লেনদেন সংক্রান্ত বিষয় এবং ব্যাঙ্ক থেকে টাকা তোলা বা জমা করার সম্পূর্ণ  তথ্যও জমা দিতে হবে৷

তবে নতুন নিয়ম অনুসারে অর্থবর্ষ শেষে করদাতার দেনা-পাওনার যে তথ্য আগে দিতে হত আগে সেই সব তথ্য আর দিতে হবে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =