কলকাতা: মামলার গেরোয় বাধাপ্রপ্ত উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া৷ নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে গুচ্ছ মামলা জমে রয়েছে কলকাতা হাইকোর্ট৷ এবার আইনজীবী বিকাশ ভট্টাচার্য ও ফিরদৌস শামিমের জোরালো সওয়ালে বেশ খানিকটা চাপে পড়ল স্কুল সার্ভিস কমিশন৷
উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়ে অনিয়মের অভিযোগ তুলে গত ১৯ জুলাই কলকাতা হাইকোর্টে মামলা করেন প্রায় হাজার দুয়েক চাকরিপ্রার্থী৷ ওই মামলার সওয়াল-জবাবের ভিত্তিতে মামলাকারীর নথি এসএসসিকে যাচাই করতে নির্দেশ দিলেন হাইকোর্টের বিচারপত মৌসুমি ভট্টাচার্য৷ আদালতের এই নির্দেশে বেশ খানিকটাকাজ বাড়ল কমিশনের৷ ওই প্রার্থীদের নথি যাচাই ও ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়া শেষ হতে আরও বেশ খানিকটা সময় লেগে যাবে বলেই মনে করা হচ্ছে৷
আইনজীবী বিকাশ ভট্টাচার্য ও ফিরদৌস শামিমের সওয়ালে কমিশনকে বেশ বিড়ম্বনায় পড়তে হয়৷ এদিন মামলাকারীদেক আইনজীবী আদালতকে জানান, কমিশন শূন্যপদের তালিকা প্রকাশ করছে না৷ কাদের ইন্টারভিউতে ডাকা হয়েছে, সেই তালিকাও প্রকাশ করা হয়নি৷ ফলে কত শূন্যপদের পরিপ্রেক্ষিতে কমিশন কতজনকে ইন্টারভিউতে ডাকেছে, তা এখনও অজানা৷ প্রতিটি শূন্যপদ পিছু ১.৪ শতাংশ প্রার্থীকে ডাকা হচ্ছে বলে কমিশন দাবি করলেও তা বিশ্বাসযোগ্যতা পাচ্ছে না বলেও প্রশ্ন তোলেন বিকাশবাবু৷ যদিও এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত কমিশনকে হলফনামা পেশ করতে নির্দেশ দিয়েছে৷ আগামী শুক্রবার ফের এই মামলার শুনানি হবে বলে আদালত সূত্রে খবর৷