গত একবছরে চাকরি খুয়েছেন প্রায় ১ কোটি ১০ লাখ ভারতীয়। যার বেশির ভাগটাই আবার মহিলা। সম্প্রতি এমনটাই তথ্য প্রকাশ করেছে সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি(সিএমআইই)।
সেই রিপোর্টে বলা হয়েছে, ২০১৮ সালে বেকারত্ব বেড়েছে দেশে। ২০১৭ সালে চাকরিরত ভারতীয়র সংখ্যা ছিল প্রায় ৪০.৭৯ কোটি। ২০১৮ সালে সেটা কমে দাঁড়িয়েছে প্রায় ৩৯.৭ কোটিতে। আর এই ১ কোটি ১০ লাখের মধ্যে প্রায় ৬৫ লাখ হচ্ছেন মহিলা। এছাড়া চাকরি খোয়ানোর হার শহরের চাইতে গ্রাম ও মফস্বলেই বেশি। প্রায় ৯১ লাখ হচ্ছেন গ্রামের বাসিন্দা। আর মফস্বলের ক্ষেত্রে সেই সংখ্যাটা প্রায় ১৮ লাখ। সেই হিসেবে প্রায় ৮৪ শতাংশই কাজ হারিয়েছেন গ্রাম ও আধা শহরের মানুষ কাজ খুইয়েছেন।