ভোটের মুখে ফের বেতন কমিশন ইস্যুতে বিড়ম্বনায় রাজ্য

কলকাতা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশন কার্যকর না হওয়ার ক্ষতকে আরও খুঁচিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ব্রিগেডের সভায় তিনি বলেন, বিজেপি যা প্রতিশ্রুতি দেয় তা করে দেখায়। সূত্রের দাবি, এভাবে লোকসভা ভোটের আগে প্রায় তিন লাখের বেশি সরকারি কর্মী এবং তার পরিবারের সদস্য ধরলে প্রায় ১৫ লক্ষের বেশি মানুষের অসন্তোষকে উস্কে দিতে

619b97ce0e28c0d0b76f8285de563fc8

ভোটের মুখে ফের বেতন কমিশন ইস্যুতে বিড়ম্বনায় রাজ্য

কলকাতা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের ষষ্ঠ বেতন কমিশন কার্যকর না হওয়ার ক্ষতকে আরও খুঁচিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার ব্রিগেডের সভায় তিনি বলেন, বিজেপি যা প্রতিশ্রুতি দেয় তা করে দেখায়।

সূত্রের দাবি, এভাবে লোকসভা ভোটের আগে প্রায় তিন লাখের বেশি সরকারি কর্মী এবং তার পরিবারের সদস্য ধরলে প্রায় ১৫ লক্ষের বেশি মানুষের অসন্তোষকে উস্কে দিতে চেয়েছেন মোদি। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, প্রধানমন্ত্রী বলতে চেয়েছেন বিজেপি সরকার বাংলায় ক্ষমতায় এলে সরকারি কর্মীদের যাবতীয় দাবি-দাওয়া পূরণ করবে। এদিন মোদি ভুল করে রাজ্য সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন কার্যকর হয়নি বলেছেন। যদিও এই মুহূর্তে রাজ্য কর্মীদের ষষ্ঠ বেতন কমিশন ঝুলে রয়েছে। যা গত ১ জানুয়ারি ২০১৬ সাল থেকে কার্যকর হওয়ার কথা ছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *