আরও কঠিন চ্যালেঞ্জের মুখে আপারের ইন্টারভিউ পর্ব

কলকাতা: একদিকে মামলার গেরোয় কার্যত বিশবাঁও জলে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ পর্ব৷ অন্যদিকে, কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি ইন্টারভিউ প্রক্রিয়া৷ জোড়া চাপে বেশ খানিকটা বিড়ম্বনায় চাকরিপ্রার্থীদের একাংশের৷ কঠিন ইন্টারভিউ প্যানেলের মুখে বসে রীতিমতো কাঁপতে শুরু করেছেন হবু শিক্ষকদের একাংশ৷ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে চলছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ পর্ব৷ ইন্টারভিউ বোর্ডে রয়েছেন প্রাক্তন উপাচার্য থেকে কলেজের

আরও কঠিন চ্যালেঞ্জের মুখে আপারের ইন্টারভিউ পর্ব

কলকাতা: একদিকে মামলার গেরোয় কার্যত বিশবাঁও জলে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ পর্ব৷ অন্যদিকে, কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি ইন্টারভিউ প্রক্রিয়া৷ জোড়া চাপে বেশ খানিকটা বিড়ম্বনায় চাকরিপ্রার্থীদের একাংশের৷ কঠিন ইন্টারভিউ প্যানেলের মুখে বসে রীতিমতো কাঁপতে শুরু করেছেন হবু শিক্ষকদের একাংশ৷

স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে চলছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ পর্ব৷ ইন্টারভিউ বোর্ডে রয়েছেন প্রাক্তন উপাচার্য থেকে কলেজের অধ্যক্ষ, অধ্যাপকরাও৷ প্রার্থীদের দাবি, ইন্টারভিউ রীতিমতো কঠিন হচ্ছে৷ ইন্টারভিউয়ে উচ্চারণের পাশাপাশি বানানও জানতে চাওয়া হচ্ছে৷ পুঙ্খানুপুঙ্খ তথ্য জানতে চাওয়া হচ্ছে৷ উত্তরে অসন্তুষ্ট হলেই ধেয়ে আসছে পাল্টা প্রশ্ন৷ প্রশ্ন পাল্টা প্রশ্নে বাড়ছে চাকরিপ্রার্থীদের বিড়ম্বনা৷

কমিশন সূত্রে খবর, মোট ১২০ জন ইন্টারভিউ প্যানেলিস্টকে নিয়ে ৪০টি বোর্ড তৈরি হয়েছে৷ প্রথমার্ধে ৪০টি ও দ্বিতীয়ার্ধে আরও ৪০টি টেবিল ইন্টারভিউয়ের কাজ চলছে৷ মোট ২৪ হাজার জনকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে৷ প্রতিদিন প্রায় আড়াই হাজার জনের ইন্টারভিউ নেওয়া হচ্ছে বলে খবর৷ বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে কলেজের অধ্যক্ষদের৷ আর তা হলে অধ্যাপক পদমর্যাদার কেউকে ওই বোর্ডে রাখা হচ্ছে৷ এছাড়াও রয়েছেন সংশ্লিষ্ট বিষয়ের বিশেষজ্ঞ৷ তাঁরাও ন্যূনতম সহকারী অধ্যাপক পদমর্যাদার বলেও জানা গিয়েছে৷ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন উপাচার্য বিশেষজ্ঞ হিসেবে বোর্ডে রয়েছেন৷ এবিষয়ে এসএসসি চেয়ারম্যান সৌমিত্র সরকার জানান, এ বিষয়ে নির্দিষ্ট গাইডলাইন রয়েছে৷ সেই মতোই ইন্টারভিউ হচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =