নয়াদিল্লি: একে ছিল গোদের আকারের বেকারত্ব তার ওপরে বিষ ফোড়ার ভারতীয় স্টেট ব্যাঙ্কের নয়া সমীক্ষা৷ নয়া সমীক্ষা রিপোর্টে উঠে আসা তথ্যের ভিত্তিতে জানা যাচ্ছে, চলতি আর্থিক বর্ষ অর্থাৎ ২০১৯-২০২০ তে এই দেশে কর্ম সংস্থানের সংখ্যা বিগত অর্থ বৎসরের তুলনায় কয়েক লক্ষ হ্রাস পাবে। সেই সংখ্যা নেহাৎ মন্দ নয়, প্রায় ১৬ লক্ষ কর্ম সংস্থান হ্রাস পাবে বলে জানা গিয়েছে।
এসবিআইয়ের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা সৌম্যকান্তি ঘোষের তৈরি রিপোর্ট থেকে জানা যাচ্ছে, প্রভিডেন্ট ফাণ্ডের তথ্য অনুসারে বিগত আর্থিক বছরে মোট ৮৯.৭ লক্ষ চাকরি নথভূক্ত হয়েছিল পে রোলে৷ সেই সংখ্যাই চলতি অর্থ বর্ষে প্রায় ১৬ লক্ষ হ্রাস পাচ্ছে৷ তাই ৮৯.৭ লক্ষ হ্রাস পেয়ে ৭৩.৯ লক্ষে পৌঁছোনোর সম্ভবনা রয়েছে। তবে প্রভিডেন্ট ফাণ্ডের ভিত্তিতে গড়ে তোলা এই রিপোর্ট কেবল মাত্র ১৫ হাজার পর্যন্ত বেতন সীমার আওতায় থাকা কর্মচারীদের জন্যই প্রযোজ্য। ১৫ হাজারের বেশি বেতন কর্মচারীদের ক্ষেত্রে তা বলবৎ নয়। তবে এই পরিসংখ্যানে নেই সরকারী (কেন্দ্র এবং রাজ্য সরকার ) বা বেসরকারী কর্মচারীদের চাকরী বিষয়ক কোনো রকম তথ্য।
এর একমাত্র কারণ হলো ২০০৪ সাল থেকে জাতীয় পেনসেন যোজনার (এনপিএস) অন্তর্ভূক্ত হয়েছে এই প্রভিডেণ্ট ফাণ্ড সংক্রান্ত তথ্য। তবে এই এনপিএস ও খুব একটা আশাপ্রদ কোনো তথ্য দিচ্ছে না। কারণ এনপিএস এর নির্মিত রিপোর্ট অনুসারে চলতি অর্থ বছরে ৩৯ হাজার কর্ম সংস্থান নিশ্চিত ভাবেই হ্রাস পেতে চলেছে।