উপ-নির্বাচনে পর্যান্ত নিরাপত্তা, ক্ষতিপূরণের দাবিতে ফের বিদ্রোহ কমিশনে

কলকাতা: রাজ্যে গত পঞ্চায়েত নির্বাচনে নিহত প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়ের পরিবারের ক্ষতিপূরণ ও উপনির্বাচনে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে আজ রাজ্য ও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দপ্তরে পৃথকভাবে দুটি ডেপুটেশন জমা দিল শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ৷ অভিযোগ এখনও পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনের নির্ধারিত কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণের অর্থ হাতে পায়নি তাঁর পরিবার৷ ঐক্য মঞ্চের

উপ-নির্বাচনে পর্যান্ত নিরাপত্তা, ক্ষতিপূরণের দাবিতে ফের বিদ্রোহ কমিশনে

কলকাতা: রাজ্যে গত পঞ্চায়েত নির্বাচনে নিহত প্রিসাইডিং অফিসার রাজকুমার রায়ের পরিবারের ক্ষতিপূরণ ও উপনির্বাচনে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে আজ রাজ্য ও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের দপ্তরে পৃথকভাবে দুটি ডেপুটেশন জমা দিল শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ৷

অভিযোগ এখনও পর্যন্ত রাজ্য নির্বাচন কমিশনের নির্ধারিত কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণের অর্থ হাতে পায়নি তাঁর পরিবার৷ ঐক্য মঞ্চের রাজ্য সম্পাদক কিংকর অধিকারী জানিয়েছে, ‘‘আমরা রাজ্য নির্বাচন কমিশনের কমিশনার সৌরভ কুমার দাস ও সেক্রেটারি নীলাঞ্জন শান্ডিল্যর সঙ্গে সাক্ষাৎ করে অতি দ্রুত রাজকুমার রায়ের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানাই৷ রাজকুমার রায়ের হত্যার প্রকৃত তদন্ত ও দোষীদের শাস্তির দাবিতে আমাদের লড়াই জারি থাকবে৷’’

উপ-নির্বাচনে পর্যান্ত নিরাপত্তা, ক্ষতিপূরণের দাবিতে ফের বিদ্রোহ কমিশনে

এদিন একইসঙ্গে মুখ্য নির্বাচন আধিকারিকের(CEO) দাপ্তরেও ডেপুটেশন জমা দেন শিক্ষক শিক্ষাকর্মী শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সদস্যরা৷ ডেপুটেশন দেওয়া হয় ডেপুটি চিফ ইলেক্টোরাল অফিসার রাহুল নাথের কাছে৷ আসন্ন বিধানসভা উপনির্বাচনে প্রতিটি ভোট কর্মীর নিশ্চিত নিরাপত্তার জন্য প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়ে ডেপুটেশন দেওয়া হয়৷ এখানে উপস্থিত ছিলেন সভাপতি বিশ্বজিৎ মিত্র, রাজ্য সম্পাদক কিংকর অধিকারী এবং সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য তমাল মন্ডল ও প্রসেনজিৎ হালদার৷

ঐক্য মঞ্চের সভাপতি বিশ্বজিৎ মিত্র জানিয়েছেন, ‘‘রাজ্য নির্বাচন কমিশনের সাথে কথা বলার পরিপ্রেক্ষিতে আমরা আশাবাদী যে অবিলম্বে রাজকুমার রায়ের কম্পেন্সেশন অর্পিতা রায় বর্মনকে কুড়ি লক্ষ টাকা ক্ষতিপূরণের যাবতীয় ব্যবস্থা করবেন৷’’ ঐক্য মঞ্চের তরফে জানানো হয়েছে, নিহত প্রিসাইডিং অফিসারের পরিবারের ক্ষতিপূরণ ও ভোট কর্মীদের নিরাপত্তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছে কমিশন৷

উপ-নির্বাচনে পর্যান্ত নিরাপত্তা, ক্ষতিপূরণের দাবিতে ফের বিদ্রোহ কমিশনে

গত পঞ্চায়েত নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসাবে কর্মরত অবস্থায় রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান রায়গঞ্জের রহতপুর হাই মাদ্রাসার তরুণ শিক্ষক রাজকুমার রায় এরপর তাঁর দেহ রেল লাইনের ধারে ক্ষত বিক্ষত অবস্থায় উদ্ধার করা হয়৷ বিষয়টি এই মুহূর্তে হাইকোর্টের বিচারাধীন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *