ফের মামলার জটে DA, হাইকোর্টে নয়া আর্জি রাজ্যের

কলকাতা: ডিএ মামলাকে ঘিরে ফের বিতর্ক মাথাচাড়া দিল কলকাতা হাইকোর্টে৷ ৭৭ মার্চ রাজ্যের শীর্ষ আদালত রায় পুনর্বিবেচনার জন্য রাজ্যের আর্জি খারিজ করে বিষয়টির মীমাংসার ভার দিয়েছিল রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনালকে। কিন্তু, সেই একই আর্জি ফের হাইকোর্টে জমা হয়েছে সোমবার। মামলাকারীর অভিযোগ, ২০১৮ সালের ৩১ আগস্ট হাইকোর্ট যে রায় দিয়েছিল, সেখানে তাঁরও একটি আলাদা আবেদন ছিল। যে

f53d9ecb4f2d690989904656c09d20d7

ফের মামলার জটে DA, হাইকোর্টে নয়া আর্জি রাজ্যের

কলকাতা: ডিএ মামলাকে ঘিরে ফের বিতর্ক মাথাচাড়া দিল কলকাতা হাইকোর্টে৷ ৭৭ মার্চ রাজ্যের শীর্ষ আদালত রায় পুনর্বিবেচনার জন্য রাজ্যের আর্জি খারিজ করে বিষয়টির মীমাংসার ভার দিয়েছিল রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনালকে। কিন্তু, সেই একই আর্জি ফের হাইকোর্টে জমা হয়েছে সোমবার।

মামলাকারীর অভিযোগ, ২০১৮ সালের ৩১ আগস্ট হাইকোর্ট যে রায় দিয়েছিল, সেখানে তাঁরও একটি আলাদা আবেদন ছিল। যে আবেদনের শুনানি করা হয়নি। অথচ, রায়ে বলা হয়েছে, তিনি নিজেই নাকি শুনানি চাননি। এই প্রেক্ষাপটে তিনি চান, তাঁর আবেদনের ভিত্তিতে ডিএ মামলার রায় পুনর্বিবেচনা করা হোক৷

স্যাটের সিদ্ধান্ত ছিল, মহার্ঘভাতা প্রাপ্তি কর্মীদের অধিকার নয়। সেখানে মামলাকারীদের দু’টি দাবির মীমাংসা হয়নি। এই অভিযোগে মামলাকারীরা হাইকোর্টে আসেন। স্যাটের বক্তব্য খারিজ করে হাইকোর্ট মামলাকারীদের ওই দুই বক্তব্যের মীমাংসা করার নির্দেশ দেয়। দাবি দুটি হল, কেন্দ্রীয় সরকারের কর্মীদের সমহারে রাজ্যকর্মীদের মহার্ঘভাতা পাওয়ার অধিকার ন্যায়সঙ্গত কি না।  নয়াদিল্লির বঙ্গভবন বা চেন্নাই ইউথ হস্টেলের রাজ্যকর্মীরা এখানকার কর্মীদের তুলনায় বেশি মহার্ঘভাতা পান। এই বৈষম্য ন্যায়সঙ্গত কি না। যে নির্দেশ রাজ্য পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *