উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে গুরুত্বপূর্ণ আপডেট

কলকাতা: দীর্ঘ বিতর্ক, মামলার জটিলতা, দুর্নীতির নানান অভিযোগ নিয়ে শুরু হয়েছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া৷ আগামী ১৫ জুলাই চলবে ইন্টারভিউ৷ তবে, ইন্টারভিউ চললেও মেধাতালিকা প্রকাশ করতে পারবে না স্কুল সার্ভিস কমিশন৷ হাইকোর্টে নির্দেশে নিয়োগে স্থাগিতাদেশ দিলেও হতাশ হওয়ার কোনও কারণ নেই৷ বরং প্রস্তুতি নিন ইন্টারভিউয়ের জন্য৷ দেখা যাক, এই ইন্টারভিউ কী কী ধরনের

উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগে গুরুত্বপূর্ণ আপডেট

কলকাতা: দীর্ঘ বিতর্ক, মামলার জটিলতা, দুর্নীতির নানান অভিযোগ নিয়ে শুরু হয়েছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ প্রক্রিয়া৷ আগামী ১৫ জুলাই চলবে ইন্টারভিউ৷ তবে, ইন্টারভিউ চললেও মেধাতালিকা প্রকাশ করতে পারবে না স্কুল সার্ভিস কমিশন৷ হাইকোর্টে নির্দেশে নিয়োগে স্থাগিতাদেশ দিলেও হতাশ হওয়ার কোনও কারণ নেই৷ বরং প্রস্তুতি নিন ইন্টারভিউয়ের জন্য৷

দেখা যাক, এই ইন্টারভিউ কী কী ধরনের প্রশ্ন করা হতে পারে?

সূত্রের খবর, প্রথমে অবশ্যই নিজের নথিপত্র অনুযায়ী নিজের নাম-ঠিকানা সহ সম্পূর্ণ তথ্য ভালো করে জেনে রাখা জরুরি৷ জেলা থেকে শুরু করে মহকুমা কিংবা গ্রাম পঞ্চায়েত, পুরসভার ক্ষেত্রে ওয়ার্ডের নম্বর জানা জরুরি৷ এই নিয়েও প্রশ্ন করা হলেও অবাক হওয়ার কারণ নেই৷

যে বিষয়ের শিক্ষকতা করতে চলেছেন, সেই বিষয়ে কেন শিক্ষক হতে চান তাও জানা হতে পারে৷ ছাত্র-ছাত্রীদের কাছে তার গ্রহনযোগ্যতা বাড়ানোর জন্য কী করা প্রয়োজন তা নিয়েও প্রশ্ন করা হতে পারে৷ বর্তমান শিক্ষাব্যবস্থা, স্কুলের মানোন্নয়নে কী প্রয়োজন ও শিক্ষা ব্যবস্থায় কী রকমের পরিবর্তন প্রয়োজন, কী কী পরিবর্তন হয়েছে তা নিয়েও করা হতে পারে প্রশ্ন৷ পড়াশুনার ক্ষেত্রে প্রাইভেট টিউশন দরকার আছে কিনা কিংবা স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন করানো নিয়েও চাওয়া হতে পারে মতামত৷ এনসিটিইর নতুন কিছু নিয়ম বা আগামী দিনে নতুন কী নিয়ম আসছে কিংবা কোন নিয়ম আনা প্রয়োজন তা নিয়েও মতামত চাওয়া হতে পারে৷ শিক্ষাব্যবস্থা নিয়েও করা হতে পারে প্রশ্ন৷ বর্তমান শিক্ষাব্যবস্থার খোঁজখবর নিয়েও চাওয়া হতে পারে মতামত৷ তবে, এই বিষয়ে আজ বিকেল ডট কম আপনাকে সহযোগিতা করতে পারে৷ কারণ, আজ বিকেল ডট কম শিক্ষা ও চাকরির খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করে আসছে দীর্ঘ দিন ধরে৷

রাজ্য সরকারের ১০ শতাংশ সংরক্ষণ চালুর বিষয়টিও উঠে আসতে পারে ইন্টারভিউ৷ বাংলা মাধ্যম স্কুল ও ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশুনার পার্থক্য নিয়েও হতে পারে আলোচনা৷ মিড ডে মিল থেকে সর্বশিক্ষা মিশন, কন্যাশ্রী, সবুজ সাথী, বেটি বাঁচাও-বেটি পড়াও মতো শিক্ষা বিষয়ক প্রকল্পগুলি নিয়েও হতে পারে আলোচনা৷ কোনও বিষয় সম্বন্ধে সঠিক তথ্য না জানলেও সেটি সুকৌশলে এড়িয়ে যাওয়া বা ওভারকাম করার বিষয়টি মাথায় রাখতে হবে৷ তবে অতিচালাকির পথে ভুলেও নয়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + six =